June 26, 2022 || 1:25 am

বাইডেনকে বাংলাদেশে সফরে আসতে আমন্ত্রণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনেকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম  প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঢাকা সফরে আসার এ আমন্ত্রণ জানিয়েছেন।
ওয়াশিংটন সময় শুক্রবার (২৪ জুন) এক টুইট বার্তায় এ তথ্য জানান রাষ্ট্রদূত শহীদুল ইসলাম।
টুইটে রাষ্ট্রদূত হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে সাক্ষাতের দুটি ছবি পোস্ট করেছেন। শহীদুল টুইটে লিখেন, হোয়াইট হাউসের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত বোধ করছি। জো বাইডেন বলেছেন, বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটি দেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ পৌঁছে দিয়েছি।
Related Posts