উপদেষ্টা ফারুকীর বক্তব্যকে ইসলামবিরোধী আখ্যা দিয়ে অপসারণের দাবি

Date:

এবার সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সাম্প্রতিক একটি বক্তব্যকে ইসলামীবিরোধী হিসেবে দাবি করেছে বাংলাদেশ হেফাজতে ইসলাম। গত ১৯ মার্চ একটি অনুষ্ঠানে তিনি বলেন, “নামাজ-রোজার মতো পহেলা বৈশাখ-পাহাড়ি উৎসব আমাদের সংস্কৃতি।” এ বক্তব্যের নিন্দা জানিয়ে তার অপসারণ দাবি করেছে সংগঠনটি।

গতকাল রোববার (২৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি খতীবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, “বাংলাদেশের আপামর মুসলিম জনগণের ধর্মীয় চেতনাকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সম্প্রতি একটি অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন।

তিনি নামাজ ও রোজার মতোই পহেলা বৈশাখ এবং পাহাড়ি উৎসবকে আমাদের সংস্কৃতির অংশ বলে অভিহিত করেছেন, যা সম্পূর্ণভাবে  ঈমান আকিদা পরিপন্থী ও ইসলামবিরোধী বক্তব্য। তার বক্তব্য মুসলিম সমাজের আকিদা বিশ্বাসের সঙ্গে সরাসরি সংঘর্ষিক।” 

তিনি আরও বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলামের মৌলিক ইবাদতের সঙ্গে কোনো ধর্মনিরপেক্ষ বা জাতিগত উৎসবের তুলনা কোনো ঈমানদার মুসলমান করতে পারে না। এটি মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল । তাই অবিলম্বে তাকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে অপসারণ করা হোক। অন্যথায়, এটি সরকারের ইসলামবিদ্বেষী নীতিরই বহিঃপ্রকাশ বলে বিবেচিত হবে।”

খতীবে বাঙ্গাল আরও বলেন, “আমরা দেশের সকল ইসলামপ্রিয় জনগণকে এই বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি এবং একইসাথে সরকারের কাছে এই ব্যাপারে স্পষ্ট জবাব চাচ্ছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

পূর্বঘোষণা ছাড়াই সিন্ধুর পানি ছেড়ে দিয়েছে ভারত, বন্যার কবলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর

এবার পূর্বঘোষণা ছাড়াই সিন্ধুর উপনদী ঝিলামের পানি ছেড়ে দিয়েছে...

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করতে পাক কূটনীতিককে বাধা

এবার নিরাপত্তা বাহিনীর বাধার মুখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে...

পাকিস্তান ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ভালোবাসা রয়েছে: পাক প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তান ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ভালোবাসা রয়েছে। এমনটি...

সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

এবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে...