Home আইন-আদালত আমি বাদীকে চিনি না, বাদীও আমাকে চেনে না: সাবেক মেয়র আতিকুল

আমি বাদীকে চিনি না, বাদীও আমাকে চেনে না: সাবেক মেয়র আতিকুল

0
17

আজকে কোন মামলা? কয়টা মামলা হয়েছে? ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক আতিকুল ইসলামের এমন প্রশ্নের জবাবে তার এক আইনজীবী বলেন, স্যার, ৬০ টার মতো মামলা হয়েছে। পাশে থাকা আরেক আইনজীবী বলেন, না স্যার। ৫৬ টার মতো মামলা হয়েছে। তখন আতিকুল ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি বাদীকে চিনি না, বাদীও আমাকে চেনে না।

আজ সোমবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে আইনজীবীর সঙ্গে তিনি এ কথা বলেন।

এদিন আতিকুলকে আদালতে হাজির করা হয়। এরপর বাড্ডা থানার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন৷ পরে পুলিশের পাহারায় তাকে আদালত থেকে হাজতখানায় নেওয়া হয়।

গত ১৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here