Friday, April 4, 2025
20.4 C
London

মিয়ানমার-থাইল্যান্ডের মতো একই ঝুঁকিতে বাংলাদেশ, ফায়ার সার্ভিসের জরুরি নির্দেশনা

এবার পর পর দুইটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে। রিখটার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭.৭ এবং ৬.৪। ভূমিকম্পে প্রতিবেশী দেশ মিয়ানমারেই এখন পর্যন্ত নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। এজন্য পূর্বসতর্কতা হিসেবে বেশ কিছু ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চল ভুমিকম্পের উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। এ অবস্থায় ভূমিকম্প মোকাবিলার জন্য সব পর্যায়ে পূর্বপ্রস্তুতি গ্রহণ ও সচেতনতা তৈরির নিমিত্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর কিছু ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে।

ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে, ব্যাপক মানবিক সংকটভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে, ব্যাপক মানবিক সংকট
 ‘‘বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০’’ অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ করা প্রয়োজন। আর ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবনগুলোর সংস্কার ও শক্তিশালী করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার। এছাড়াও সব বহুতল ও বাণিজ্যিক ভবনে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার করারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

গ্যাস, পানি ও বিদ্যুৎ-সহ ইউটিলিটি সার্ভিস লাইনগুলোর সঠিকতা নিশ্চিত করা; ভূমিকম্প চলাকালে ব্যক্তি, প্রতিষ্ঠান ইত্যাদি পর্যায়ে বিভিন্ন করণীয় সম্পর্কে নিয়মিত মহড়া অনুশীলন ও প্রচারের ব্যবস্থা করা; জরুরি টেলিফোন নম্বর যেমন ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ, হাসাপাতাল ও অন্যান্য জরুরি নম্বরগুলো ব্যক্তিগত পর্যায়ের পাশাপাশি সব ভবন বা স্থাপনায় সংরক্ষণ করা এবং তা দৃশ্যমান স্থানে লিখে রাখতে হবে বলেও নির্দেশনা দিয়েছে ফায়ার সার্ভিস।

দুর্যোগের সময়ে কার্যকর ভূমিকা রাখতে ভলান্টিয়ার প্রশিক্ষণ গ্রহণ করা, জরুরি প্রয়োজনীয় ব্যবহার্য সরঞ্জামাদি যেমন- টর্চলাইট, রেডিও (অতিরিক্ত ব্যাটারিসহ), বাঁশি, হ্যামার, হেলমেট বা কুশন, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ঔষধ সামগ্রী, ফার্স্ট এইড বক্স, শিশু যত্নের সামগ্রী ইত্যাদি বাসা-বাড়িতে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা, যাতে ভূমিকম্প পরবর্তী সময়ে আটকা পড়লে তা ব্যবহার করে বেঁচে থাকার চেষ্টা করা যায় এবং সকল পর্যায়ে তদারকি সংস্থার কার্যক্রমে সহযোগিতা করারও পরামর্শ দিয়েছে সংস্থাটি।

এছাড়াও যেকোনো তথ্যের জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলে (মোবাইল: ০১৭২২৮৫৬৮৬৭, হটলাইন নম্বর: ১০২) যোগাযোগ করার জন্যও অনুরোধ জানিয়েছে সংস্থাটি। 

Hot this week

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান বাংলাদেশ

বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করতে...

দুর্নীতির বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা স্মারক স্বাক্ষর

এবার বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং থাইল্যান্ডের ন্যাশনাল...

শেখ হাসিনাকে ফেরত চাইলেন প্রধান উপদেষ্টা

এবার ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক...

‘থ্রি জিরো’র বিশ্ব গড়তে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

এবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ‘থ্রি...

বিএনপির কার্যালয়ে সাবেক স্বাস্থ্য উপমন্ত্রীর অস্ত্র প্রদর্শন ও হুমকি

এবার জামালপুর জেলা বিএনপির কার্যালয়ে ঢুকে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন...

Topics

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান বাংলাদেশ

বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করতে...

দুর্নীতির বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা স্মারক স্বাক্ষর

এবার বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং থাইল্যান্ডের ন্যাশনাল...

শেখ হাসিনাকে ফেরত চাইলেন প্রধান উপদেষ্টা

এবার ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক...

‘থ্রি জিরো’র বিশ্ব গড়তে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

এবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ‘থ্রি...

বিএনপির কার্যালয়ে সাবেক স্বাস্থ্য উপমন্ত্রীর অস্ত্র প্রদর্শন ও হুমকি

এবার জামালপুর জেলা বিএনপির কার্যালয়ে ঢুকে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন...

হলে-মেসে থাকা উপদেষ্টারা এখন ৫০ হাজার টাকার জুতা পরেন: বুলু

হলে-মেসে থাকা উপদেষ্টারা এখন ৫০ হাজার টাকার জুতা পরেন...

সংস্কার শেষে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই প্রধান লক্ষ্য: প্রধান উপদেষ্টা

এবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, যত দ্রুত...

সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছে গণ-অভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ শিশু মুসা

এবার জুলাই অভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ শিশু বাসিত খান মুসা...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img