ঈদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: ডিবি প্রধান

Date:

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক। আজ শনিবার (২৯ মার্চ) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রেজাউল করিম মল্লিক বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে মহানগরীর ৫০টি থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করছে এবং ৭১ টি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ছাড়া অক্সিলিয়ারি ফোর্সও পুলিশের কাজে সহায়তা করছে। ডিবি প্রধান বলেন, ঈদ উপলক্ষে বিপণিবিতান, বাস ও লঞ্চ টার্মিনাল ও ট্রেন স্টেশনে কেউ যাতে নাশকতা করতে না পারে, সেজন্য ডিবির নজরদারি আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। তারপরও কেউ যদি এমন কিছুর শিকার হন বা দেখেন, তাহলে ৯৯৯ নম্বরে ফোন করবেন।

আসন্ন উৎসবকে ঘিরে অনলাইনে যাতে কোনো গুজব না ছড়ায়, সেদিকে লক্ষ্য রেখে ডিবির সাইবার টিম কাজ করছে জানিয়ে তিনি বলেন, আমি মনে করি পুলিশ সদস্যদের মনোবল আগের যেকোনো পরিস্থিতির তুলনায় উন্নত এবং শক্তিশালী। ঈদ পরবর্তী সময়েও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান চালানো হবে।

এ সময় বাজারে ছড়িয়ে পড়া জাল নোটের বিষয়েও কথা বলেন তিনি। রেজাউল করিম বলেন, জাল টাকা তৈরি ও সরবরাহ রোধে ডিবি সতর্ক রয়েছে। এরইমধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

লটারিতে ৯ কোটি টাকা জিতলেন দুই বাংলাদেশি প্রবাসী

এবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির এক লটারিতে কপাল...

ছাত্রদের নতুন দলেই যোগ দিতে হবে, এমন বাধ্যবাধকতা নেই: উপদেষ্টা আসিফ

এবার অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্বের পর রাজনৈতিক দলে যোগ দেওয়া...

টিকটকে পরিচয়ে দুই কিশোরীর প্রেম, অতঃপর বিয়ে

এবার চাঁদপুরে সমকামিতার অভিযোগে এক মুসলিম ও এক হিন্দু...

আমাদের নিয়ত পরিষ্কার, আমরা যা বলেছি, আমরা তাই করব, ইনশাআল্লাহ: তারেক রহমান

এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান...