ছোট ছেলের সঙ্গেও জন্মদিনের কেক কেটেছেন শাকিব, জানালেন বুবলী

Date:

এবার ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান গতকাল (২৮ মার্চ) উদযাপন করলেন তার জন্মদিন। ৪৬ বছরে পা রাখা এই তারকাকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন তার অনুরাগীরা। তবে জন্মদিনের বিশেষ আয়োজনে সবচেয়ে বেশি উচ্ছ্বাস ছিল তার দুই ছেলে, আব্রাম খান জয় ও শেহজাদ খান বীরের মধ্যে।

এদিকে ছোট ছেলে বীরের পক্ষ থেকে জন্মদিন উদযাপনের খবরটি জানিয়েছেন তার মা, চিত্রনায়িকা শবনম বুবলী। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক পোস্টে তিনি জানিয়েছেন, বাবা-ছেলের জন্য পুরো মার্চ মাস যেন পরিণত হয়েছে ‘এস কে মাস’-এ।

বুবলী তার ফেসবুকে শাকিব ও বীরের কেক কাটার কয়েকটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে দেখা যায়, ছোট্ট বীর বাবার জন্মদিনের কেক খাইয়ে দিচ্ছে, আর সেই মুহূর্তে বাবা-ছেলে একে অপরের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন। শাকিব খান ভালোবাসায় জড়িয়ে ধরছেন ছেলেকে।

বাবা-ছেলের এই হৃদয়ছোঁয়া মুহূর্ত দেখে শাকিব-বুবলীর ভক্তরা দারুণ প্রশংসা করছেন। অনেকেই ছবিগুলোতে ভালোবাসার মন্তব্য করেছেন। অন্যদিকে, শাকিব খানের প্রথম সংসারের ছেলে আব্রাম খান জয়ও বাবার জন্মদিনে আনন্দ ভাগ করে নিয়েছে। জয়ের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন শাকিব। সেই  ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

অপু বিশ্বাস ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সন্তানের কাছে তার বাবা সুপারস্টার বা সেলিব্রিটি নয়। বাবা-ছেলের এক অমূল্য আত্মার বন্ধন রয়েছে, যা শুধু ভালোবাসা ও দোয়ায় পূর্ণ।’ এই বিশেষ পোস্টেও অনুরাগীরা ভালোবাসার বার্তা দিয়েছেন এবং শাকিব-জয়ের সম্পর্কের প্রশংসা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

পূর্বঘোষণা ছাড়াই সিন্ধুর পানি ছেড়ে দিয়েছে ভারত, বন্যার কবলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর

এবার পূর্বঘোষণা ছাড়াই সিন্ধুর উপনদী ঝিলামের পানি ছেড়ে দিয়েছে...

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করতে পাক কূটনীতিককে বাধা

এবার নিরাপত্তা বাহিনীর বাধার মুখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে...

পাকিস্তান ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ভালোবাসা রয়েছে: পাক প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তান ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ভালোবাসা রয়েছে। এমনটি...

সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

এবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে...