আপনি ৫ বছর দায়িত্বে থাকুন, এটাই দেশের মানুষের চাওয়া: ড. ইউনূসকে ঈদগাহের মুসল্লিরা

Date:

এবার জাতীয় ঈদগাহ মাঠে সাধারণ মুসল্লিদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত হয়।
 
জামাতে ইমাম ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। এসময় সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের হাজারো মানুষ নামাজ আদায় করেন। 
 
নামাজ শেষে খুতবা পাঠ করেন মুফতি মোহাম্মদ আবদুল মালেক। এরপর মুনাজাতে দেশ ও মুসলিম জাতির কল্যাণে দোয়া করেন তিনি। মোনাজাত শেষে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সবাই। মোনাজাত শেষে ঈদগাহ মাঠ থেকে বের হওয়ার সময় মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন ও হাত মেলান প্রধান উপদেষ্টা।

সে সময় প্রধান উপদেষ্টাকে ঘিরে মানুষ উচ্ছ্বাসে মেতে ওঠেন। অনেকে হাতের পাঁচ আঙ্গুল দেখিয়ে চিৎকার করে বলতে থাকেন, আপনি (মুহাম্মদ ইউনূস) পাঁচ বছর দেশের দায়িত্ব থাকেন। এটাই দেশের মানুষের চাওয়া। জাতীয় ঈদগাহ মাঠের সামনের অংশে নামাজ আদায় করেছেন বেইলি রোডের বাসিন্দা ইকবাল হোসেন।

নামাজ শেষে আলাপকালে তিনি বলেন, আগে ঈদ জামাতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি অংশগ্রহণ করলে খুবই কড়া নিরাপত্তা দেওয়া হতো। সাধারণ মানুষ তাদের দেখারই সুযোগ পেত না। কিন্তু এবার তার ব্যতিক্রম। নামাজ শেষে বের হওয়ার পথে ড. মুহাম্মদ ইউনূস সবার সঙ্গে হাত মিলিয়েছেন। তখন মুসল্লিরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। আমরা তো এমন রাষ্ট্র প্রধানই চাই, যার সঙ্গে জনগণের দূরত্ব থাকবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

পূর্বঘোষণা ছাড়াই সিন্ধুর পানি ছেড়ে দিয়েছে ভারত, বন্যার কবলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর

এবার পূর্বঘোষণা ছাড়াই সিন্ধুর উপনদী ঝিলামের পানি ছেড়ে দিয়েছে...

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করতে পাক কূটনীতিককে বাধা

এবার নিরাপত্তা বাহিনীর বাধার মুখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে...

পাকিস্তান ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ভালোবাসা রয়েছে: পাক প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তান ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ভালোবাসা রয়েছে। এমনটি...

সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

এবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে...