26 C
Dhaka
Sunday, April 27, 2025

ভারতে ঈদের নামাজ আদায়কারীদের ওপর ফুল ছেটালেন সনাতন ধর্মাবলম্বীরা 

এবার ভারতের জয়পুরে ঈদুল ফিতর উপলক্ষে ঈদগাহে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের ওপর ফুল ছেটানো হয়েছে।  সোমবার (৩১ মার্চ) দিল্লি রোডের ঈদগাহ ময়দানে হাজারো মানুষ ঈদের নামাজ আদায় করতে জড়ো হন। সেখানেই এই সম্প্রীতির নজির দেখা যায়। এবিপি লাইভের খবর ।

এ প্রতিবেদনে বলা হয়েছে, জয়পুরের দিল্লি রোডের ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেখানে রাজস্থানের প্রধান কাজী খালিদ উসমানি হাজারো মুসল্লির নামাজ পরিচালনা করেন। এ সময় এক অনন্য দৃশ্যের সাক্ষী হয় সকলে। হিন্দু-মুসলিম ঐক্য কমিটির উদ্যোগে নামাজের সময় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা একটি উঁচু মঞ্চ থেকে নামাজিদের ওপর গোলাপের পাপড়ি ছেটাতে থাকেন।

গেরুয়া রঙের কুর্তা ও গামছা পরিহিত হিন্দু সম্প্রদায়ের সদস্যদের এভাবে মুসলিমদের প্রতি ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে দেখা যায়।  হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক হয়ে ওঠে এই অসাধারণ দৃশ্য। ঈদুল ফিতর চাঁদ দেখার ওপর নির্ভর করে বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন দিনে উদযাপিত হয়ে থাকে। ইসলামিক চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী শাওয়াল মাসের শুরুর দিনই ঈদুল ফিতরের দিন নির্ধারিত হয়।

এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই উৎসব সমাজে আশা, সম্প্রীতি ও সদয়তার বার্তা বয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী মোদী লেখেন, ‘ঈদুল ফিতরের শুভেচ্ছা। এই উৎসব আমাদের সমাজে আশা, ঐক্য ও সহমর্মিতার আবহ বৃদ্ধি করুক। সবার জীবন আনন্দ ও সাফল্যে ভরে উঠুক। ঈদ মোবারক!’ চলতি বছর রমজান মাস ২৯ দিনে হয়েছে। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখার ওপর নির্ভর করে প্রতিটি মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular