28 C
Dhaka
Monday, April 28, 2025

একটি সুন্দর নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে চাই: ধর্ম উপদেষ্টা

এবার ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, ‘বিগত দিনে মানুষ ভোট দিতে পারেনি। আমরা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাই।’ তিনি বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক উন্নত হয়েছে। আমাদের হানাহানি মারামারি ও কলহমুক্ত হতে হবে। আজ আপনি জুলুম করলে কালকে আপনাকেও জুলুমের শিকার হতে হবে।’

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে বাঁশখালীর কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রাম মৌলভীপাড়া মুছাপুকুরপাড় জামে মসজিদ ও ফোরকানিয়া মাদরাসা মাঠে এক ঈদ পুনর্মিলনী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইয়েদ আহসান খালিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম, বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ।

জামে মসজিদ ও ফোরকানিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি জলদী আধুনিক হাসপাতালের এমডি এস এম শোয়াইবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দক্ষিণ জেলা জাসায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, কালীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, জামায়াত নেতা মাওলানা এনামুল হক জিহাদী, হেফাজত নেতা মাওলানা কারী ফজলুল করিম জিহাদী, মাওলানা মীর আহমদ, মাওলানা আহমদ নজীর, মোহাম্মদ সেলিম প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular