Sunday, April 6, 2025
14.4 C
London

অটোরিকশায় ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন কলেজছাত্র

এবার বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশায় ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণালংকার ও ১৫ হাজার টাকা ফেরত দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কলেজছাত্র খায়রুল ইসলাম। শুক্রবার (৪ এপ্রিল) রাতে বগুড়া সদর থানায় স্বর্ণালংকার ও টাকা মালিকের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন। জানা গেছে, খায়রুল ইসলাম বগুড়া সরকারি শাহসুলতান কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। সংসারের অভাব মেটাতে তিনি লেখাপড়ার পাশাপাশি সিএনজি-অটোরিকশা চালান।

পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামের স্বর্ণ ব্যবসায়ী শাহিন হোসেন জানান, তিনি ২৯ মার্চ ব্যবসার কাজে বগুড়ায় আসেন। এখান থেকে কেনা অলংকার ও নগদ টাকা একটি কালো ব্যাগে ভরে বিকেলে বাড়ি ফেরার উদ্দেশে শহরের সাতমাথা থেকে অটোরিকশায় ওঠেন। পরে বনানী এলাকায় পৌঁছে নগরবাড়ীগামী বাস দেখে দ্রুত রিকশা থেকে নেমে বাসে উঠে যান। বাসটি শাজাহানপুর এলাকায় পৌঁছালে তিনি বুঝতে পারেন কালো ব্যাগটি তার হাতে নেই।

এদিকে অটোরিকশার চালক খায়রুল ইফতার করতে শহরতলির বেতগাড়ী এলাকার বাড়িতে চলে যান। ইফতারের পর তিনি দেখেন রিকশার আসনের পেছনে একটি কালো ব্যাগ পড়ে আছে। পরে ব্যাগ খুলে ভেতরে কিছু কাপড়ের নিচে গয়না ও নগদ টাকা দেখতে পান। এতে তিনি অবাক হয়ে ব্যাগে আর তল্লাশি চালাতে সাহস করেননি।

খায়রুল পরে এ নিয়ে মায়ের সঙ্গে পরামর্শ করে নিজেই কয়েক দিন ধরে মালিকের খোঁজ করতে থাকেন। শেষে না পেয়ে শুক্রবার বিকেলে পুলিশের দ্বারস্থ হন। পুলিশ ব্যাগ তল্লাশি করে একটি কাগজে লেখা ফোন নম্বরের সূত্র ধরে মালিক শাহিনকে সংবাদ দেন। সংবাদ পেয়ে রাতে শাহিন বগুড়া সদর থানায় আসেন। পরে কেনার রসিদ যাচাইবাছাই করে তাকে গয়না ও টাকা বুঝিয়ে দেওয়া হয়।

স্বর্ণের গয়নাসহ ব্যাগ ফিরে পেয়ে আবেগাপ্লুত শাহিন বলেন, ‘আমি স্বর্ণের দোকানের কর্মচারী ছিলাম। গ্রাহকদের বিশ্বস্ততায় এবং তাঁদের সহযোগিতায় কিছুদিন আগে গোপালনগর বাজারে নিজেই দোকান দিই। বিভিন্ন গ্রাহকের অর্ডার নিয়ে বগুড়া থেকে স্বর্ণ কিনে গয়না তৈরি করে সরবরাহ করে থাকি। ব্যাগ হারিয়ে ভেবেছিলাম সব হারিয়ে ফেলেছি। ব্যাগে ২৬ লাখ টাকার গয়না ছিল। ব্যাগ ফিরে না পেলে আমি নিঃস্ব হয়ে যেতাম। অটোরিকশার চালক খায়রুলের সততা আমাকে স্তব্ধ করে দিয়েছে।’

এ বিষয়ে সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন, ‘খায়রুলের মতো শিক্ষার্থীরা সমাজের জন্য আশার আলো। সে শুধু সৎ নয়, দায়িত্বশীল ও মানবিক।’

Hot this week

রাত ১টার মধ্যে ঢাকাসহ ৯ জেলায় ঝড়ের শঙ্কা

এখন চৈত্রের শেষদিকে তাপমাত্রার দাপটে হাঁসফাঁস প্রতিটি প্রাণ। দেশের...

এই বছর নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: ইশরাক

এবার নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন...

 দুদকের অনুসন্ধান চলছে, দুর্নীতি মামলার আসামি হতে পারেন সাকিব 

এবার ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান চলছে বলে...

‘গুমের মামলার তদন্ত দলকে হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়েছিল’

এবার গুমের মামলা তদন্ত করতে যাওয়া দলকে হত্যার উদ্দেশ্য...

মোদি সরকার মুসলিমবিরোধী আরেকটি পদক্ষেপ নিয়েছে: আইন উপদেষ্টা

এবার ভারতে মোদি সরকার মুসলমানবিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে...

Topics

রাত ১টার মধ্যে ঢাকাসহ ৯ জেলায় ঝড়ের শঙ্কা

এখন চৈত্রের শেষদিকে তাপমাত্রার দাপটে হাঁসফাঁস প্রতিটি প্রাণ। দেশের...

এই বছর নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: ইশরাক

এবার নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন...

 দুদকের অনুসন্ধান চলছে, দুর্নীতি মামলার আসামি হতে পারেন সাকিব 

এবার ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান চলছে বলে...

‘গুমের মামলার তদন্ত দলকে হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়েছিল’

এবার গুমের মামলা তদন্ত করতে যাওয়া দলকে হত্যার উদ্দেশ্য...

মোদি সরকার মুসলিমবিরোধী আরেকটি পদক্ষেপ নিয়েছে: আইন উপদেষ্টা

এবার ভারতে মোদি সরকার মুসলমানবিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে...

ড. ইউনূসকে নিয়ে ইসলামি বক্তার দোয়া, শেয়ার করে যা বললেন প্রেস সচিব

এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জীবদ্দশায়...

বিয়ের গেটে পার্টি স্প্রে দেওয়া নিয়ে সংঘর্ষ, নববধূ ছাড়াই ফিরলো বরপক্ষ

এবার ফরিদপুরের ভাঙ্গায় বিয়ের গেটে পার্টি স্প্রে দেওয়াকে কেন্দ্র...

সিআইডির এসিপি প্রদ্যুমনের মৃত্যু মেনে নিতে পারছে না ভক্তরা

ভারতীয় সনি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’। আর এর অন্যতম...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img