Wednesday, April 16, 2025
13.3 C
London

বাংলাদেশকে সহযোগিতা করতে চীন প্রস্তুত: প্রধান উপদেষ্টা

এবার বাংলাদেশের বিষয়ে চীনের সমর্থন খুবই দরকার মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, চীন বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতা করতে প্রস্তুত। এজন্য বাংলাদেশের বড় রকমের সংস্কার দরকার।

তিনি আরও বলেন, চীন সরকার, চীনা ব্যবসায়ী ও জনগণ সবার কাছ থেকে বড় ধরনের সমর্থন পাওয়া গেছে। এই সমর্থন খুবই দরকারি। এটা আনন্দেরও। চীনে আমরা অনেক বন্ধু পেয়েছি। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই বন্ধুত্ব কাজে লাগাব বলে মনে করেন তিনি। সম্প্রতি চীন সফরে গিয়ে দেশটির রাজধানী বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপকে (সিএমজি) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি নেন সিএমজি বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী। সাক্ষাৎকার চীন সফর সুন্দর ও সফল হয়েছে বলে জানান অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে করা এক প্রশ্নের জবাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট শির সঙ্গে আমার সফল আলোচনা হয়েছে। বাংলাদেশের এই পরিস্থিতিতে সহায়তা ও সমর্থন দরকার। চীন তাতে আগ্রহীও এবং প্রেসিডেন্ট শি তা বাংলাদেশকে যথাসময়ে পৌঁছে দিতে চেষ্টা করবেন। দুই দেশের অর্থনীতি ও বাণিজ্য সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘অর্থনীতি ও বাণিজ্যে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। আজকে সবার সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। বর্তমানে বাংলাদেশে যে সুযোগ সৃষ্টি হয়েছে, চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশে আসবে, নতুন করে কী করা যায় তা পর্যবেক্ষণ করবেন।’

ড. ইউনূস জানান, দুই দেশের সম্পর্কের ৫০তম বার্ষিকীতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চেষ্টা করবে কীভাবে চীন-বাংলাদেশ সম্পর্ক আরো গভীর ও ঘনিষ্ঠ করা যায়। তিনি বলেন, এবারের সফরের উদ্দেশ্য ছিল সম্পর্ক আরো মজবুত করা। সেজন্য চীনের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন পেশাজীবী নেতাদের সঙ্গেও আমার বৈঠক হয়েছে। প্রায় এক দশকেরও আগে চীন সফরে এসে দেশটির গ্রামাঞ্চলের নারীদের দরিদ্রতা দেখেছিলেন ইউনূস।

এ দারিদ্র্য সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে ড. ইউনূস বলেন, ‘পৃথিবীর সব জায়গায় দারিদ্র্যের চেহারা একই রকম। এটি জয়ের সমাধান হলো মানুষের সৃজনশীলতাকে স্বীকৃতি দিয়ে তাকে প্রাতিষ্ঠানিকভাবে সহযোগিতা করা।’ দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ উন্নয়নে ক্ষুদ্রঋণের ভূমিকার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘ক্ষুদ্রঋণে পাওয়া অর্থ তাদের (দরিদ্রদের) কাছে একটা শক্তি, এই শক্তি ব্যবহার করে জীবন বদলে ফেলা সম্ভব।’

নিজের তিন শূন্য তত্ত্ব ও প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নতুন শৈলীর আধুনিকায়ণ তত্ত্বের মিল প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ‘বিষয়গুলো একই। অনেক সামঞ্জস্য রয়েছে, যা আমরা বিভিন্ন ভাবে বলার চেষ্টা করছি। ’ তিনি আরো বলেন, ‘নতুন এক পৃথিবী গড়ে তুলতে হবে। পুরোনো পৃথিবীকে যতই টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হোক না কেন, এই পরিশ্রম সফল হবে না। বরং সুন্দর নতুন এক পৃথিবীর জন্য যে কাঠামো ও তত্ত্ব প্রয়োজন তার আলোকে নতুন চিন্তার কাঠামো গড়ে নতুন এক পৃথিবী গড়ে তোলা উচিত।’

এই সাক্ষাৎকারের সময় ড. ইউনূসের সঙ্গে ছিলেন চাইনিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সেসের অধ্যাপক দু। তিনি চীনের গ্রামীণ নারীদের জীবনমানের উন্নয়নে ক্ষুদ্র ঋণ প্রকল্প নিয়ে কাজ করছেন। সাক্ষাৎকারের সময় অধ্যাপক দু’র কাছে ড. ইউনূস প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘ড. ইউনূস কেবল নোবেল শান্তি পুরস্কারই জেতেননি, বরং আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনে সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনগুলো তার ভূয়সী প্রশংসা করছে।’

অধ্যাপক দু আরও জানান, দারিদ্র্য বিমোচন অভিজ্ঞতা শিখতে ১৯৯৩ সালে বাংলাদেশে এসেছিলেন তিনি। ড. ইউনূসের সঙ্গে তখন তার যোগাযোগ শুরু হয়। এরপর কাজের সুবাদে তাকে বহুবার বাংলাদেশ ও চীন যাতায়াত করতে হয়। ড. ইউনূস অনেক বিদেশি প্রকল্পের সঙ্গে তার পরিচয় করিয়ে দিয়েছিলেন বলেও জানান তিনি। দু বলেন, ‘ড. ইউনূস এখন বাংলাদেশের জন্য অপরিচিতে ক্ষেত্রে নতুন পথ সুগমের কাজ করছেন।’

Hot this week

মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ

ন্যূনতম নয়, মৌলিক সংস্কার চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।...

বিএসএমএমইউর নতুন নাম ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’

এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পরিবর্তন...

বাংলাদেশকে ৫০ লাখ ইউরো অনুদান দিচ্ছে ইইউ

এবার বাংলাদেশকে ৫০ লাখ ইউরো অনুদান দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন...

ভারতের উত্তরাখণ্ডজুড়ে ১৭০ মাদরাসা সিলগালা, ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছেন মুসলিম

এবার ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হলদোয়ানি জেলায় সাতটি মাদ্রাসা সিল...

আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন দেখতে চায় জামায়াত

আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন দেখতে চায় বাংলাদেশ জামায়াতে...

Topics

মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ

ন্যূনতম নয়, মৌলিক সংস্কার চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।...

বিএসএমএমইউর নতুন নাম ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’

এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পরিবর্তন...

বাংলাদেশকে ৫০ লাখ ইউরো অনুদান দিচ্ছে ইইউ

এবার বাংলাদেশকে ৫০ লাখ ইউরো অনুদান দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন...

ভারতের উত্তরাখণ্ডজুড়ে ১৭০ মাদরাসা সিলগালা, ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছেন মুসলিম

এবার ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হলদোয়ানি জেলায় সাতটি মাদ্রাসা সিল...

আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন দেখতে চায় জামায়াত

আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন দেখতে চায় বাংলাদেশ জামায়াতে...

নির্বাচন কোনও অবস্থাতেই জুনের পরে যাবে না: আইন উপদেষ্টা

নির্বাচন কোনও অবস্থাতেই জুনের পরে যাবে না বলে জানিয়েছেন...

দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

এবার দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে...

চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করলো যুক্তরাষ্ট্র

এবার দিন যত যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img