Home আন্তর্জাতিক ভারতে ৭০ বাংলাদেশিসহ উল্টে গেল বাস, নিহত ১

ভারতে ৭০ বাংলাদেশিসহ উল্টে গেল বাস, নিহত ১

7

এবার ভারতের ওডিশা রাজ্যের ভুবনেশ্বরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ভুবনেশ্বরের উত্তরা চকের সিফা এলাকার কাছে এই বাস দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে ১৫ জন গুরুতর আহত হয়েছেন। বাসে থাকা যাত্রীদের মধ্যে ৭০ জনেরও বেশি বাংলাদেশি পর্যটক।

রোববার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম অমকম নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, রোববার (৬ এপ্রিল) স্থানীয় সময় সকালের দিকে একটি পর্যটক বাস যাত্রী বোঝাই করে পুরির দিকে যাচ্ছিল। বাসটিতে থাকা যাত্রীদের অধিকাংশই ছিলেন বাংলাদেশি নাগরিক।

তারা সম্প্রতি কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে পশ্চিমবঙ্গ হয়ে ইসকন মায়াপুরের মাধ্যমে ভারতে প্রবেশ করেছিলেন। সেখান থেকে তারা ওডিশার বিভিন্ন তীর্থস্থান পরিদর্শনের জন্য যাচ্ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন পুলিশ। আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে পাঠানো হয়।

এদিকে হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। নিহত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here