30 C
Dhaka
Tuesday, April 29, 2025

প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ পর্বত জয় করলেন বাবর

এবার প্রথমবারের মতো নেপালের অন্নপূর্ণা-১ পাহাড় জয় করলেন কোন বাংলাদেশী। সোমবার (৭ এপ্রিল) দুপুরে চূড়া স্পর্শের পর নিচে নেমে আসছেন বাবর আলী।

৮০৯১ মিটার পর্বতের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান বাবর আলী। সেখানে তার সঙ্গে আছেন গাইড ফূর্বা অংগেল শেরপা।

পর্বতারোহী বাবর আলী পেশায় চিকিৎসক। তিনি চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক।

গত বছর প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ উচ্চতার লোৎসে পর্বত জয় করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular