গাজার আবাসিক ভবন ও বাস্তুচ্যুতদের তাঁবুতে একের পর এক হামলা করছে ইসরায়েলের সৈন্যরা। তাদের ক্রমাগত হামলায় গত কয়েক মাসে প্রায় ৫১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ইসরায়েলের অব্যাহত বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিভিন্ন দেশের লাখো মানুষ।
বাংলাদেশেও ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের এমন বর্বরোচিত হামলায় চলছে প্রতিবাদ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও রাজনৈতিক সংগঠনগুলো প্রতিদিনই ফিলিস্তিনের সমর্থনে কর্মসূচি পালন করছে। দেশের সাধারণ মানুষ থেকে তারকারাও গাজার উপর হামলার নিন্দা জানাচ্ছেন। দেশের তারকারাও ফিলিস্তিনের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদে সামিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে প্রতিবাদ জানাচ্ছেন তারাও। সোমবার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়েছেন তারকা অভিনেতা আফরান নিশো। যুদ্ধ নয়, শান্তি চাই- এমন বার্তা দিয়ে নিশো এদিন লিখেন,“গাজায় চলমান সহিংসতা, শিশুহত্যা ও সাধারণ মানুষের উপর আক্রমণ দেখে মন ভেঙে যাচ্ছে। মানবতার পক্ষে কথা বলা আমাদের সকলের দায়িত্ব। যুদ্ধ নয়, শান্তি চাই।”
গাজার মানুষের কান্নার ভিডিও দেখে এই অভিনেতার ভাষ্য,“ধর্ম, জাতি বা ভৌগোলিক অবস্থান নির্বিশেষে যেকোনো নিরীহ মানুষের ওপর নিপীড়ন বন্ধ হোক। গাজার মানুষগুলোর কান্না যেন আমাদের বিবেক নাড়িয়ে দেয়।” গাজায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানিয়ে ‘দাগি’র এই তারকা বলেন,“সহিংসতা কখনোই সমাধান হতে পারে না। আমরা চাই না আর কোনো শিশু বোমার শব্দে ঘুম ভাঙুক। গাজায় শান্তি ফিরিয়ে আনুন।”
ঈদে বড়পর্দায় মুক্তি পেয়েছে নিশো অভিনীত দ্বিতীয় সিনেমা ‘দাগি’। শিহাব শাহীন পরিচালিত সিনেমাটি মুক্তির দিন থেকেই দর্শক সাড়া পেয়ে আসছে। এই ছবির বিশেষ প্রদর্শনী ছিলো সোমবার (৭ এপ্রিল)। এদিনও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে শুরু হয় প্রদর্শনী। ছবিতে নিশোর নায়িকা তমা মির্জা।