এবার সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলছেন, বাংলাদেশের মাটিতে আর কখনোই পা রাখতে পারবেন না শেখ হাসিনা। দেশের মানুষ তাকে চায় না এবং সময় শেষ হয়ে এসেছে ,এমন দৃঢ় মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
সম্প্রতি এক টেলিভিশন টকশোতে বক্তব্য দিতে গিয়ে মাসুদ কামাল বলেন,“সে (শেখ হাসিনা) এই দেশে আর পা ফেলতে পারবে না, ক্লিয়ার। পারবে না বিভিন্ন কারণে। এক নাম্বার, দেশের মানুষ তাকে চায় না। দুই নাম্বার উনার বয়স হইছে।”
তিনি বলেন, শেখ হাসিনা এখনো কিছু লোককে “আফিম খাইয়ে” রেখেছেন। এদের অনেকে এখনো ভাবেন, সেই (হাসিনা) আবার ফিরে এসে তাদের উদ্ধার করবেন। কিন্তু বাস্তবতা হলো, জনগণের রায় স্পষ্ট, হাসিনার যুগ শেষ।
বিগত কয়েক মাসে বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। ২০২৪ সালের শেষ দিকে গণ-আন্দোলন, আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকার চূড়ান্ত সংকটে পড়ে। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে স্পষ্ট হয়ে ওঠে যে, তার আর ফিরে আসার পথ খোলা নেই।