এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস বলেছেন, বর্তমানে বিশ্ব নানান সংকটে জর্জরিত। আমাদের উচিত আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ, সহনশীল, সবুজ ও টেকসই পৃথিবীর উত্তরাধিকার রেখে যাওয়া। মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থানা সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
অধ্যাপক ইউনূস বলেন, ক্ষুদ্রঋণ ও সবার জন্য আর্থিক সুযোগ নিশ্চিতকরণ এবং একটি টেকসই ও সহনশীল ভবিষ্যৎ গঠনে সবার জন্য আর্থিক সুযোগ নিশ্চিত করা অপরিহার্য। ক্ষুদ্রঋণের ধারণা ইতিমধ্যে বিশ্বের কোটি কোটি মানুষের কাছে পৌঁছেছে। কিন্তু গভীর সত্য হলো—আর্থিক সুযোগ শুধু টাকার বিষয় নয়, এটি মর্যাদা, স্বাধীনতা এবং লুকিয়ে থাকা মানবিক সম্ভাবনার মুক্তির বিষয়, যা যুগ যুগ ধরে অবহেলা ও কাঠামোগত বৈষম্যের নিচে চাপা পড়ে আছে।
তিনি বলেন, সবাইকে মনে রাখতে হবে, আর্থিক অন্তর্ভুক্তি দান-খয়রাতের বিষয় নয়, এটি ন্যায়বিচারের বিষয়। এছাড়া শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ এই তিন শূন্য অর্জনের পাশাপাশি আরও একটি শূন্য অর্জনের কথাও সামনে আনেন প্রধান উপদেষ্টা। পণ্য ও প্রক্রিয়াকে এমনভাবে ডিজাইন করা যাতে বর্জ্য কমানো যায় ও সবকিছু পুনর্ব্যবহার, রিসাইক্লিং বা কম্পোস্টিংয়ের মাধ্যমে কাজে লাগে এবং শূন্য বর্জ্যের লক্ষ্য অর্জিত হয়। রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়ের সহায়তাও চান বাংলাদেশের সরকার প্রধান।