এবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সংস্কার কাজের অংশ হিসেবে মূল বেদিতে ভাঙচুরের দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন আগত দর্শনার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে বিভ্রান্তিকর নানা তথ্য। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি সরকারি আধুনিকায়ন প্রকল্পের কাজ।
গণপূর্ত বিভাগের মিরপুর শাখার নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আধুনিকায়ন প্রকল্প’ ২০২৩ সালের নভেম্বরে অনুমোদন পায় এবং ২০২৪ সালের অক্টোবরে এর বাস্তবায়ন শুরু হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে গণপূর্ত মন্ত্রণালয়। প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, স্মৃতিসৌধের আশপাশে কোথাও নেই কোনো সাইনবোর্ড বা প্রকল্প সংক্রান্ত তথ্য। এতে বিভ্রান্ত হচ্ছেন অনেক দর্শনার্থী ও পথচারী।
নির্মাণশ্রমিকরা জানান, মূল বেদির পুরনো সিরামিক ইট সরিয়ে নতুন ইট বসানোর কাজ করছেন তারা। এতে বেদির আংশিক ভাঙচুর প্রয়োজন হয়েছে। তবে প্রকৌশলী রাশেদ আহসান জানান, ‘মূল বেদির কোনো ডিজাইন পরিবর্তন করা হচ্ছে না। এটি পূর্বের নকশা অনুযায়ীই থাকবে।’
প্রকল্পের আওতায় স্মৃতিসৌধের চারপাশে আধুনিক ড্রেনেজ লাইন নির্মাণ, প্রবেশপথের পাশে একটি দুইতলা মাল্টিপারপাস ভবন স্থাপন, ও অন্যান্য নান্দনিক উন্নয়ন কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৭৩ লাখ টাকা। কাজটি আগামী জুন মাসের মধ্যেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রকৌশলী রাশেদ আহসান।