গাজা যেভাবে ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের সেভাবে শেষ করব: বিজেপি নেতা 

Date:

এবার কলকাতার বিরোধী দলীয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজাকে যেভাবে ইসরায়েল শেষ করে দিয়েছে, আমরাও ওদের সেভাবে শেষ করব। বুধবার (২৩ এপ্রিল) কলকাতা বিমানবন্দরে কাশ্মীরে নিহত দুই পর্যটকের মরদেহ আসার পর সেখানে উপস্থিত হয়ে শুভেন্দু এ কথা বলেন। 

কাশ্মীরে নিহত কলকাতার দুই পর্যটক হলেন, বেহালার সখের বাজারের সমীর গুহ এবং পাটুলির বৈষ্ণবঘাটার বিতান অধিকারী। তাদের মরদেহ নিতে আগে থেকেই সেখানে অপেক্ষা করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তমলুকের বিজেপি সাংসদ অগ্নিমিত্রা পলসহ আরও অনেকে।

বিমানবন্দরে বিতানের ছেলেকে কোলে তুলে নিতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বিতানের স্ত্রী তখন অঝোরে কাঁদতে থাকেন। বিতানের ছেলেকে কোলে নিয়ে শুভেন্দু আশ্বস্ত করেন, এই জিনিস বরদাস্ত করা হবে না। বিতানের স্ত্রীকে আশ্বস্ত করার চেষ্টা করেন বিরোধী দলনেতা। শুভেন্দুকে বলতে শোনা যায়, ‘হিন্দুস্তানে হিন্দুদের খুন করবে! গাজা শেষ হয়েছে, ইজরায়েল শেষ করেছে। আমরাও শেষ করব। আমরা মোদির শিষ্য আছি। মোদির বাচ্চা আমরা।’

এ সময় বিতানের স্ত্রী কাঁদতে কাঁদতে বলেন, ‘বিতান বিজেপিকে সমর্থন করতো। আপনাদের ভরসায় এখানে এসেছি।’ শুভেন্দু তাকে বলেন, ‘এখানে রাজনীতির কথা ছেড়ে দেন, বিতান হিন্দু বলে ওকে মেরেছে। আমরা এর শেষ দেখে ছাড়ব।’ মঙ্গলবার (২২ এপ্রিল) পহেলগামের জনপ্রিয় ‘ম্যাগি পয়েন্ট’ বা ‘মিনি সুইজারল্যান্ড’ এর বৈসরন ঘাসের মাঠ লাগোয়া এলাকায় পর্যটকদের ওপরে হামলা চালায় বন্দুকধারীরা। হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন। 

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, প্রায় ৪০ মিনিট ধরে জঙ্গিরা এই তাণ্ডবলীলা চালায়। রীতিমতো পরিচয় জেনে তারপরে হত্যা করা হয় পর্যটকদের। অপারেশনের পর ধীরে সুস্থে এলাকা ছাড়ে বন্দুকধারীরা। এতে কলকাতার তিন পর্যটকের মৃত্যু হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

পুরো দেশ একমত এই সরকারের মধ্যে কোনো দুর্নীতি নেই: প্রধান উপদেষ্টা

‘বাংলাদেশ একসময় ছিল ব্যাপক দুর্নীতির দেশ। দুর্নীতির দিক দিয়ে...

সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে তদন্ত ছাড়াই, নোটিশ পাবে ৮ দিনের

এবার চাকরি আইন সংশোধন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সংশোধিত...

নির্বাচন কমিশন সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না: সিইসি

এবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির...

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরাইল, নেতানিয়াহুর জরুরি বৈঠক

এবার ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরাইল। তীব্র তাপ এবং প্রবল...