30 C
Dhaka
Sunday, April 27, 2025

যুদ্ধের শঙ্কায় ‘অপারেশন রুমে’ ব্যস্ত পাকিস্তান

এবার পাকিস্তান-ভারত উত্তেজনা আরও বাড়তে পারে এমন শঙ্কায় ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত ‘অপারেশন রুম’ পরিদর্শন করেছেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

এই অপারেশন রুমে পাকিস্তান-ভারত সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি, কূটনৈতিক ও নিরাপত্তা অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইসহাক দার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সতর্কতা ও প্রস্তুতির জন্য ধন্যবাদ জানান।

বিশ্লেষকদের মতে, এই ধরনের অপারেশন রুমের কার্যক্রম কেবল অভ্যন্তরীণ প্রস্তুতি নয়, বরং আন্তর্জাতিক মহলে পাকিস্তানের ‘সতর্ক ও দায়িত্বশীল অবস্থান’ তুলে ধরার একটি কৌশল। গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর শুরু হয় উত্তেজনা।

ভারত পাকিস্তানকে দায়ী করে নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একাধিক কড়া পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতের নাগরিকদের ভিসা বাতিল, বাণিজ্য স্থগিত এবং আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়।

এদিকে উত্তেজনা ও পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যে পাকিস্তান ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এবং ভারতও তার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular