এবার নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনাকে ‘ইসলামপন্থী সন্ত্রাস’ উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি সংহতি ও সমর্থনের বার্তা দিয়েছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড।
শুক্রবার (২৫ এপ্রিল) এক্সে দেওয়া এক পোস্টে তিনি হামলাটিকে ‘ভয়াবহ ইসলামপন্থী সন্ত্রাসী আক্রমণ’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, হিন্দুদের ওপর এমন হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র ভারতের পাশে আছে। এই জঘন্য হামলার দায়ীদের বিচারের আওতায় আনতে আমরা মোদি ও ভারতের পাশে আছি। দিল্লির প্রতি রয়েছে ওয়াশিংটনের পূর্ণ সমর্থন।
এই ঘটনায় ইতিমধ্যেই নরেন্দ্র মোদিকে ফোন করে শোক ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে হামলার কয়েক ঘণ্টা পর ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ একটি পোস্টে লেখেন, কাশ্মীরের ঘটনা হৃদয়বিদারক। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আমরা ভারতের শক্তিশালী মিত্র।
উল্লেখ্য, এই হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামের একটি জঙ্গি সংগঠন, যা পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে, এই হামলার নেপথ্যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর মদদ রয়েছে।