এবার পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় সেনা-পুলিশের যৌথ অভিযানের সময় বন্দুকযুদ্ধে অন্তত ৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৪ জন। শুক্রবার (২৫ এপ্রিল) সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী পরিচালিত অভিযানে ছয় সন্ত্রাসী নিহত এবং চারজন আহত হয়েছে। অপারেশন পরিচালনার সময় দু’পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়।
আইএসপিআর বলেছে, ‘পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর। যতদিন সন্ত্রাসবাদের শেকড় পাকিস্তানে থাকবে, ততদিন অভিযান চলবে। এজন্য সন্ত্রাসী অবস্থানের এলাকাগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে।’
২০২২ সালের নভেম্বরে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পাক সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার পরে দেশটিতে সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে।
পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের একটি প্রতিবেদন অনুসারে, জঙ্গি সহিংসতা এবং নিরাপত্তা অভিযান চলতি বছরের মার্চ মাসে তীব্র হয়েছে। ২০১৪ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো জঙ্গি হামলার সংখ্যা ১০০ ছাড়িয়েছে।
গ্লোবাল টেরোরিজম ইনডেক্স ২০২৫-এ পাকিস্তানের অবস্থান বিশ্বে দ্বিতীয়। এ ছাড়া গত বছরের তুলনায় সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮১টিতে। সূত্র: ডন