Home আন্তর্জাতিক লটারিতে ৯ কোটি টাকা জিতলেন দুই বাংলাদেশি প্রবাসী

লটারিতে ৯ কোটি টাকা জিতলেন দুই বাংলাদেশি প্রবাসী

এবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির এক লটারিতে কপাল খুলেছে দুই প্রবাসী বাংলাদেশির। কাতার ও ওমানে কর্মরত এই দুই বাংলাদেশির প্রত্যেকে দেড় লাখ দিরহাম করে জিতেছেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৫১ লাখ টাকা। অর্থাৎ, দুজনে জিতেছেন ৯ কোটিরও বেশি টাকা।

শনিবার (২৬ এপ্রিল) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আবুধাবির বিগ টিকিট র‍্যাফেল ড্রতে ওমান ও কাতারে বসবাসকারী দুই প্রবাসী বাংলাদেশি ‘বিগ টিকিটের’ সাপ্তাহিক ই-ড্রয়ে প্রত্যেকে দেড় লাখ দিরহাম করে জিতেছেন।

পুরস্কার জয়ীদের একজন মিনহাজ চৌধুরী গত ১৫ বছরেরও বেশি সময় ধরে ওমানে বসবাস করছেন। বিগ টিকিট কর্তৃপক্ষের ফোন পেয়ে প্রথমে তিনি ভেবেছিলেন, হয়তো গ্র্যান্ড প্রাইজ জিতেছেন। পরে জানতে পারেন, এটি সাপ্তাহিক ড্রয়ের পুরস্কার। তারপরও তিনি দারুণ আনন্দিত। 

মিনহাজ চৌধুরী বলেন, ই-মেইল পাওয়ার পরই আমি নিশ্চিত হয়েছি। যদিও এটি বড় পুরস্কার ছিল না, তবে এটি বড় জয়ের প্রথম ধাপ। চার বছর ধরে টিকিট কিনছেন জানিয়ে তিনি আরও বলেন, আমি ও আমার ১০ বন্ধু মিলে একসঙ্গে টিকিট কিনি। এই অর্থে নতুন বাড়ি তৈরি এবং দাতব্য প্রতিষ্ঠানে অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে।

লটারিজয়ী মিনহাজ বলেন, আমি কখনও ভাবিনি যে জিতব, কিন্তু আমি জিতেছি। ভাগ্যবান অন্যজনের নাম রবিউল হাসান। ২৯ বছর বয়সী এই যুবকের বাড়ি চট্টগ্রামে। তিনি ৮ বছর ধরে কাতারে গাড়ি চালকের কাজ করছেন। প্রায় ৩ বছর আগে ফেসবুকে বিগ টিকিটের বিজ্ঞাপন দেখে তিনি উৎসাহিত হন এবং এরপর থেকে চার বন্ধুর সঙ্গে মিলে টিকিট কিনতে শুরু করেন।

বিজয়ী হওয়ার খবর শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়েন রবিউল। তিনি বলেন, এ অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। উত্তেজনায় আমি লাফিয়ে উঠেছিলাম। প্রবাসী এই বাংলাদেশি আরও বলেন, তিন বছরেরও বেশি সময় ধরে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে পারিনি। এবার এই অর্থে পরিবারের সঙ্গে ছুটি কাটাব এবং অভাবী মানুষকে সাহায্য করব।

প্রসঙ্গত, আবুধাবি বিগ টিকিট র‍্যাফেল ড্রয়ের নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে পাঁচজন বিজয়ী দেড় লাখ দিরহাম করে পুরস্কার পান। এপ্রিল মাসে যেসব টিকিট কেনা হয়েছে, সেগুলো এই সাপ্তাহিক ড্রয়ের জন্য বিবেচনায় নেওয়া হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here