30 C
Dhaka
Sunday, April 27, 2025

মোদি ‘বিশ্ব সন্ত্রাসী’: পাঞ্জাবের তথ্যমন্ত্রী

এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র সমালোচনা করে তাকে ‘বিশ্ব সন্ত্রাসী’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তথ্যমন্ত্রী আজমা বোখারি। তিনি দাবি করেন, মোদির ক্ষমতায় আসার পর থেকেই আন্তর্জাতিক স্থিতিশীলতা আরও অবনতি হয়েছে। খবর জিও নিউজের।

ডিজিপিআরের এক সংবাদ সম্মেলনে আজমা বোখারি বলেন, পহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানকে যুক্ত করার ভারতের অভিযোগ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচারের অংশ। তিনি জানান, পাকিস্তান পহেলগামে নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে এবং এই নির্মম হত্যাকাণ্ডের স্পষ্ট নিন্দা জানিয়েছে।

আজমা বোখারি আরও অভিযোগ করেন, ভারতের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো অপরের ওপর দোষ চাপানোর নেশায় আসক্ত। তদন্ত ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। এদিকে, পরিস্থিতির আরও উত্তপ্ত আবহে ওড়িশা রাজ্য থেকে ১২ জন পাকিস্তানি নাগরিককে বহিষ্কারের প্রস্তুতি নিচ্ছে ভারত।

ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন বলেছেন, স্বল্পমেয়াদী ভিসায় আসা পাকিস্তানি নাগরিকদের শনাক্ত করা হয়েছে এবং শিগগিরই তাদের ফেরত পাঠানো হবে। তিনি আরও জানান, পুলিশ এখনও অনুপ্রবেশকারীদের শনাক্ত করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular