26 C
Dhaka
Monday, April 28, 2025

জনগণ যদি বিএনপিকে পছন্দ করে আপনার এত চুলকায় কেন: আব্দুস সালাম

এবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, একটা দল বলে, নির্বাচন কেন দিব, বিএনপি ক্ষমতায় যাবে এটার জন্য? জনগণ যদি বিএনপিকে পছন্দ করে তাহলে আপনারা এত চুলকায় কেন? একটা নিরপেক্ষ ভোট, সেটা শুধু বিএনপির জন্য না সকল রাজনৈতিক দল এবং দেশের মানুষের জন্য দরকার। যে দীর্ঘ ১৭ বছর যাবৎ আমরা একটি নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছি, আন্দোলন করেছি, এই পর্যন্ত অনেক নেতাকর্মী শহিদ হয়েছেন কিন্তু এখনো আমরা সেই নির্বাচনও পাই নাই, সেই গণতন্ত্রও পাই নাই।

তিনি আরো বলেন, গণতন্ত্র আর নির্বাচন একটা সোনার হরিণে রূপান্তরিত হয়েছে। শেখ হাসিনা বলতো নির্বাচন কেন দিব তারেক আইসা দেশ চালাবে এটার জন্য? এখন অনেকে বলেন, নির্বাচন কেন দিব বিএনপি ক্ষমতায় যাবে এটার জন্য? ভাই জনগণ যদি বিএনপিকে পছন্দ করে তাহলে আপনারা এত চুলকায় কেন?

আব্দুস সালাম বলেন, শেখ হাসিনা বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করেছে তখন তো আমরা আহ্বান জানিয়েছিলাম। তখন তো আপনারা রাস্তায় আসেন নাই, আমরা বলেছি এই আন্দোলন, এই ভোটের অধিকারের আন্দোলন, এই গণতন্ত্র শুধু বিএনপির জন্য না সকল রাজনৈতিক দলের জন্য দরকার। এমনকি আওয়ামী লীগের জন্যও দরকার। একটা নিরপেক্ষ ভোট সেটা শুধু বিএনপির জন্য না সকল রাজনৈতিক দল এবং দেশের মানুষের জন্য দরকার।

তখন তো অনেকে মুখ ডানে বায়ে লুকিয়ে ছিলেন, তাই আমরা বলতে চাই বিএনপিকে আগেও সমালোচনা করেছেন এখনো অনেকে করছেন। শেখ হাসিনাও বলতো বিএনপিরে কেউ চায় না, বিএনপির কোন নেতা নাই, বিএনপিরে নাকি এই দেশের মানুষ ভালোইবাসে না। কিন্তু আবার বিএনপির ভয় নির্বাচন দেয় নাই। আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে ফেলেছিল, জিয়া আসার পরে গণতন্ত্র ফিরায়ে দিয়েছিলেন। এটা কি সংস্কার ছিল না? ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন এটা কি সংস্কার ছিল না?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular