30 C
Dhaka
Sunday, April 27, 2025

ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধ, থামেনি বাংলাদেশ! স্পেনে যাচ্ছে ৬০ টন তৈরি পোশাক

এবার সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো তৈরি পোশাকের (RMG) চালান আকাশপথে স্পেনে পাঠানো হচ্ছে। আগামীকাল (সোমবার) প্রথম চালানে ৬০ টন পোশাক যাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ভাড়া করা কার্গো উড়োজাহাজের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হবে। প্রাথমিকভাবে প্রতি সপ্তাহে চারটি ফ্লাইটে পণ্য পাঠানোর পরিকল্পনা রয়েছে। এ জন্য এ৩৩০ এয়ারবাস ফ্রেইটার উড়োজাহাজ ব্যবহার করা হবে।

পণ্য রপ্তানির জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং সক্ষমতা সম্প্রতি বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং ইউরোপীয় ইউনিয়নের সেফটি ও সিকিউরিটি প্রটোকল অনুযায়ী সার্টিফিকেশনও সম্পন্ন হয়েছে। বিমান কর্তৃপক্ষ বলছে, অন্য যেকোনো এয়ারপোর্টের তুলনায় এখান থেকে পণ্য পরিবহন ব্যয় কিছুটা বেশি।

সাধারণত প্রতি কেজিতে ২ থেকে ২.৫ ডলার খরচ হলেও এখানে ৪ থেকে ৬ ডলার পর্যন্ত ব্যয় হয়। এ মনোপলি ব্যবসা বন্ধ করতে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। তারা বিদেশি এয়ারলাইন্সগুলোর সঙ্গে আলোচনা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে আরও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন।

এদিকে, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও ২৭০ টন ক্ষমতাসম্পন্ন কার্গো স্টেশন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে সরাসরি চীনে কার্গো ফ্লাইট চালুর বিষয়েও আলোচনা চলছে। ইতিমধ্যে ছোটখাটো কিছু কাজ শুরু হয়েছে এবং দ্রুতই পূর্ণ কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে কার্গো চাপ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা দ্রুত তৃতীয় টার্মিনাল চালুর দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular