33 C
Dhaka
Sunday, April 27, 2025

ভারতের দালাল ও দোসরদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না: আব্বাসী

দেশের ইসলামিক বক্তা এনায়েত উল্লাহ আব্বাসী বলেছেন, ভারত গত ১৫ বছর ধরে ফ্যাসিবাদকে লালন করে আসছে। তিনি স্পষ্ট ভাষায় জানান, ভারতের দালাল ও দোসরদের বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া হবে না। প্রশাসনের ভয় করার প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে জাতিসংঘের কাছে প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ৫৭টি মুসলিম রাষ্ট্রের উচিত বায়তুল মোকাদ্দাসের সম্মান রক্ষায় মুসলিম সেনাবাহিনীর সদস্য পাঠানো। ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের মুক্তির জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মুসলিম উম্মাহর পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তিনি জোর দিয়ে উল্লেখ করেন।

ঢাকায় অনুষ্ঠিত এক সমাবেশে এনায়েত উল্লাহ আব্বাসী বলেন, শত বাধা ও প্রতিবন্ধকতার পরও ফিলিস্তিনের পক্ষে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে, যদি কোনো বাধা না থাকত, তবে সোহরাওয়ার্দী উদ্যানের মতো আরও দশটি উদ্যানও জনসমুদ্র সামলাতে পারত না। বাংলাদেশের লাখো মুসলমান ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ইসরায়েলের বিষদাঁত ভেঙে দিতে প্রস্তুত রয়েছে বলেও তিনি দৃঢ়ভাবে ঘোষণা দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular