Home সারাদেশ সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

এবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশি এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় উপজেলার চাকঢালা বিওপির নিকটবর্তী ৪৪ নম্বর সীমান্ত পিলারের জিরো লাইনে এ ঘটনা ঘটে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক। আহত যুবকের নাম জুবাইর। তিনি চাকঢালা লাম্বামাঠ গ্রামের আব্দুল হকের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ৮টায় সীমান্তের ৪৪ নাম্বার পিলার এলাকায় মাইন বিস্ফোরণের শব্দ শুনে এলাকার লোকজন দেখতে গেলে সেখানে এক যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওই যুবক সীমান্তে কেন গিয়েছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, সীমান্তের ওপার থেকে চোরাচালানের পণ্য আনতে গেলে এ ঘটনা ঘটে থাকতে পারে। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নাইক্ষ্যংছড়ি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ওসি মো. মাসরুরুল হক বলেন, সীমান্তে মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে বলে খবর পেয়েছি। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন

প্রসঙ্গ, নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী লাগোয়া মিয়ানমার সীমান্ত দিয়ে চোরাকারবারিরা প্রায় চোরাই পণ্য আনা নেওয়া করেন। সেখানে আরাকান আর্মির সদস্যরা স্থলমাইন পুঁতে রাখায় প্রায় সময় বিস্ফোরণে আহত হওয়ার ঘটনা ঘটে। গত ৭ এপ্রিল সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আরেক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here