এবার নিরাপত্তা বাহিনীর বাধার মুখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে থেকেই ফিরে যেতে বাধ্য হয়েছেন পাকিস্তানের এক কূটনীতিক। শনিবার (২৬ এপ্রিল) এই ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গাড়িতে করে দ্রুতগতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগিয়ে আসেন ওই কূটনীতিক। কিন্তু মন্ত্রণালয়ের প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা তাকে প্রবেশের অনুমতি না দিয়ে বাধা দেন। এ সময় গাড়ি থামিয়ে তিনি গেটের সামনে মোবাইলে কারো সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত কোনো ফল না আসায় বাধ্য হয়ে ফিরে যান তিনি।
এ বিষয়ে এখনো ভারতের বা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ গ্রহণ করে, যার মধ্যে সিন্ধু পানি চুক্তি বাতিলের ইঙ্গিতও ছিল।
পাকিস্তান ভারতের অভিযোগ অস্বীকার করে পাল্টা পদক্ষেপ নেয়, যার মধ্যে ভারতের জন্য আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত অন্যতম। দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যেও বাকযুদ্ধ তীব্র হয়েছে। এ পরিস্থিতিতে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতা উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন।
এদিকে, ২২ এপ্রিলের হামলার সঙ্গে জড়িত সন্দেহে কাশ্মীর পুলিশ দুই পাকিস্তানি নাগরিকসহ তিনজনকে শনাক্ত করেছে বলে জানিয়েছে। তবে পাকিস্তান হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে। উভয় দেশের মধ্যে চলমান উত্তেজনার মাঝে কূটনৈতিক পাড়ার শনিবারের ঘটনাটি দুই দেশের সম্পর্কে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।