30 C
Dhaka
Sunday, April 27, 2025

ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে ফের গোলাগুলি, বাড়ছে উত্তেজনা

এবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়েছে। এরই মধ্যে পরস্পরের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দুদেশ। পাল্টাপাল্টি অভিযোগ আর হুমকি-ধামকিতে ক্রমেই বাড়ছে উত্তেজনা। এরই মধ্যে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) বরাবর তৃতীয় দিনের মতো গোলাগুলির ঘটনা ঘটেছে দুই দেশের সেনাদের মধ্যে।

রোববার (২৭ এপ্রিল) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও এবিপি লাইভ। সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের তুতমারি গলি ও রামপুর সেক্টরের বিপরীত দিকে দুই পক্ষের সেনাদের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ২৬-২৭ এপ্রিল মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনীর চৌকিগুলো থেকে তুতমারি গলি ও রামপুর সেক্টরের বিপরীতে অবস্থিত এলাকাগুলোতে বিনা প্ররোচনায় ছোট অস্ত্রের গুলিবর্ষণ শুরু করা হয়। ভারতীয় সেনারা হালকা অস্ত্র ব্যবহার করে এ হামলার উপযুক্ত জবাব দিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এ নিয়ে পর পর তিন রাতে পাক-ভারত সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটল দুপক্ষের সেনাদের মধ্যে। এর আগে, শুক্রবার ও বৃহস্পতিবার রাতেও নিয়ন্ত্রণরেখায় দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় ঘটে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে গুলি চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় ভারতের সেনাবাহিনী পাল্টা জবাব দিলেও এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় পর্যটকশ ২৬ জন নিহত হন। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত, এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি। 

কোনোরকম তদন্ত ছাড়াই ভারতের এমন পদক্ষেপকে ‘যুদ্ধের ঘোষণা’ হিসেবে দেখছে পাকিস্তান। এমন অবস্থায় সিন্ধু নদের পানি ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। স্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেন, যেকোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে পাকিস্তান।  সিন্ধু চুক্তি স্থগিতের জেরে ভারতকে হুমকি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোও। তিনি বলেছেন, সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত বইবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular