26 C
Dhaka
Monday, April 28, 2025

পানির প্রশ্নে ভারতের সঙ্গে কোনো আপস নয়: পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার পেহেলগাম হামলায় নিজেদের জড়িত থাকার ভারতীয় অভিযোগকে ভিত্তিহীন হিসেবে অভিহিত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পানিই দেশের জীবন আর ক্ষেত্রে ভারত আন্তর্জাতিক পানি চুক্তি স্থগিত করার মাধ্যমে যে ‘পানি আগ্রাসন’ শুরু করেছে তাতে কোনো আপস করবে না তার দেশ। খবর পাকিস্তান অবজারভারের।

শনিবার (১৬ এপ্রিল) কাকুল একাডেমিতে সামরিক বাহিনীর সমাপনী কুচকাওয়াজে বক্তব্য দেওয়ার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, পেহেলগামে সন্ত্রাসী হামলার আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ তদন্তের জন্য সহযোগিতা করতে তার দেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

শেহবাজ শরিফ বলেন, পাকিস্তানের প্রাপ্য পানি আটকে দেওয়ার যেকোনো ভারতীয় অপচেষ্টাকে তার দেশ পূর্ণ শক্তি দিয়ে প্রতিরোধ করবে। তিনি বলেন, ‘আমাদের প্রিয় জন্মভূমির ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা সহ্য করবো না, জাতীয় স্বার্থ ও মর্যাদার বিরুদ্ধে যে কোনো তৎপরতাকে শক্তভাবে প্রতিরোধ করা হবে।’

কাশ্মীরকে নিজেদের ধমনীর রক্তপ্রবাহ হিসেবে উল্লেখ করে শেহবাজ শরিফ বলেন, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিরোধপূর্ণ ভূখণ্ড এবং এই বিরোধ অবসানে আন্তর্জাতিক সম্প্রদায় আবারও ব্যর্থ হয়েছে। তিনি কাম্মীরের জনগণের নিজেদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান দেখানোর জন্যও আহ্বান জানান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী নিয়মানুবর্তীতা, ঐক্য, জাতীয় স্বার্থ রক্ষা ও দৃঢ়সংকল্পের প্রতীক। সশস্ত্র বাহিনী তার পেশাদারত্বের জন্য প্রশংসিত।’ শেহবাজ শরিফ বলেন, বিশ্বে শান্তি স্থাপনের জন্য পুরোপুরি পাকিস্তান সজাগ এবং জাতিসংঘের সনদ অনুসারে তার দেশ কাজ করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular