28 C
Dhaka
Monday, April 28, 2025

আলোচিত সেই পাকিস্তানি পতাকা সরিয়ে দিলো ভারত

এবার কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত-পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনা বেড়েই চলেছে। পাকিস্তানের বিরুদ্ধে ক্রমশ কঠোর শোনাচ্ছে নয়াদিল্লির স্বর। এবার আলোচিত হিমাচল প্রদেশের রাজভবন থেকে সরিয়ে দেওয়া হলো পাকিস্তানের জাতীয় পতাকা। 

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে রোববার (২৭ এপ্রিল) ডয়চে ভেলে জানায়, যে টেবিলে বসে ঐতিহাসিক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেখান থেকে পাকিস্তানের পতাকা সরিয়ে দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৭২ সালের ৩ জুলাই ভারত-পাকিস্তানের মধ্যে চুক্তিটি হয়েছিল। রাজভবনের টেবিলে ভারতের পাশে পাকিস্তানের পতাকা ছিল। সেখানে দুইটি চেয়ার রাখা আছে। টেবিলের ওপরে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর ছবি রয়েছে। সেখানে এখন আর পাকিস্তানের পতাকা নেই।

এদিকে, পহেলগামে হামলার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। আটারি সীমান্ত বন্ধ করে দিয়ে পাকিস্তানিদের ফিরে যেতে বলা হয়েছে। সব ধরনের বাতিল হয়েছে ভিসা। সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিতও করেছে ভারত। 

পালটা ব্যবস্থা হিসাবে একই ধরনের পদক্ষেপ দিয়েছে পাকিস্তানও। সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিতে ভারতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাকিস্তান সিমলা চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে। এ ছাড়া পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ, সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।

এদিকে বিশ্লেষকদের ধারণা, দুই পক্ষের পাল্টাপাল্পি কঠোর পদক্ষেপের কারণে ফের যুদ্ধ বাঁধতে পারে। বিশেষ করে, সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিত করায় উত্তেজনায় পরিপূর্ণ হয়ে উঠেছে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular