28 C
Dhaka
Monday, April 28, 2025

ভারতের সঙ্গে দ্বন্দ্বে ২ কোটি পাঞ্জাবে শিখ পাকিস্তানের পক্ষে: শিখ নেতা

‘আমরা পাকিস্তানের জনগণের সাথে ইটের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি। এটি ১৯৬৫ বা ১৯৭১ নয়; এটি ২০২৫। আমরা ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান আক্রমণ করার জন্য পাঞ্জাব অতিক্রম করতে দেব না। ভারতের সঙ্গে দ্বন্দ্বে দু’কোটি শিখ পাকিস্তানের পক্ষে’ -বলে ঘোষণা করেন ভারতীয় বংশোদ্ভূত শিখ নেতা পান্নুন।

চলমান উত্তেজনার মধ্যে পাঞ্জাবের অমৃতসরে জন্ম নেয়া খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুন পাকিস্তানের সাথে সংহতি প্রকাশ করে বলেছেন, ‘পেহেলগামে ভারত নিজেদের লোকদের হামলা ও হত্যার পর দোষারোপের ছলনা করায় আমরা ২ কোটি শিখ পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছি।’ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রচারিত একটি ভিডিও বার্তায়, স্বাধীনতাকামী খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং বলেন, সংখ্যালঘুদের, বিশেষ করে শিখদের উপর ভারতের

নিপীড়ন সর্বজন বিদিত। শিখ নেতারা এখন ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলছেন। খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুন ভারতের বিরুদ্ধে ‘মিথ্যা পতাকা অভিযানের ইতিহাস’ (নিজেদের লোকদের ওপর হামলা/ হত্যা করে অন্যদেশকে দোষারোপ) থাকার অভিযোগ করেছেন। ওই ভিডিও বার্তায় পান্নুন আরো বলেন, পাকিস্তান নামের অর্থ ‘পবিত্র ভূমি। ২ কোটি শিখ পাকিস্তানের সাথে দাঁড়িয়ে আছে এবং ভারত পাকিস্তান আক্রমণ করার সাহস রাখে না।

খালিস্তান আন্দোলনের নেতা পান্নুন হুঁশিয়ার করে বলেন, ‘আমাদের ঐতিহ্য হলো আমরা কখনও আক্রমণ শুরু করিনি, আর করবও না। যেই আমাদের আক্রমণ করেছে সে বাঁচেনি, সে ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদী অথবা অমিত শাহ হোক’ তিনি বলেন। গুরপতবন্ত সিং আরো বলেন, তারা মোদী, অজিত ডোভাল, অমিত শাহ এবং জয়শঙ্করকে আন্তর্জাতিক আইনের আওতায় বিচারের আওতায় আনবেন। পহেলগামের ঘটনার কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন যে তারা তাদের নিজস্ব হিন্দুদের হত্যা করেছে এবং এই আক্রমণের লক্ষ্য ছিল রাজনৈতিক লাভ এবং ভোটে জেতা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular