এবার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে বজ্রপাতে সেফালী বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সখিপুর ইউনিয়নের বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।মঙ্গলবার (২৯ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সখিপুর থানার ওসি মো. ওবায়দুল হক।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার সেফালি বেগম ও তার স্বামী গরুর জন্য ঘাস আনতে গিয়ে আকস্মিক বজ্রপাতের আঘাতে সেফালি বেগম আহত হন।
পরে সেফালি বেগমকে তার স্বামী ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সখিপুর থানার ওসি মো. ওবায়দুল হক বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।