Home আইন-আদালত আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই

আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই

এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আদালতে আত্মসমর্পণ করেছেন। অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির পৃথক দুই মামলায় দণ্ডপ্রাপ্ত তিনি। 

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার পৃথক দুই বিশেষ জজ আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন। এ বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট শেখ শাকিল আহমেদ রিপন জানান, আত্মসমর্পণ করে এসব মামলায় জামিন চেয়ে আবেদন করেছেন তুহিন।

এদিকে, দুই মামলার মধ্যে কর ফাঁকির মামলার শুনানি শেষ হয়েছে। এ মামলায় তুহিনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন শুনানি চলছে।কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তার বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুটি মামলা দায়ের করে দুদক।

এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুটি ধারায় তিন বছর ও পাঁচ বছরসহ মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। এ ছাড়া অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here