Home Uncategorized আপার ছবিতে আমার মুখ বসিয়ে দিয়েছে: শবনম ফারিয়া

আপার ছবিতে আমার মুখ বসিয়ে দিয়েছে: শবনম ফারিয়া

এখন তারকাদের বিভ্রান্তিকর পরিস্থিতির শিকার হওয়ার খবর প্রায়ই দেখা যায়। পার্শ্ববর্তী দেশ ভারতের বলিউড তারকা রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফসহ কয়েকজন অভিনেত্রী এর আগে ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন। এতদিন বাংলাদেশে শোবিজ তারকাদের নিয়ে এসব শোনা না গেলেও এবার এমনটাই ঘটেছে।

কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়িকা পরীমণি ও ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান দাবিতে কয়েকটি অশ্লীল ভুয়া ছবি ছড়ানো হয়। পরে জানা যায়, ছবিগুলো উল্লেখিত তারকাদের নয়। বরং আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অন্য নারীর ছবির ওপর অভিনেত্রীদের ছবি বসিয়ে তৈরি করা হয়েছে।

এবার এ ধরনের ঘটনার শিকার হলেন ছোটপর্দার অভিনেত্রী শবনম মিলা। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে এ অভিনেত্রী ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নিশ্চিত করেছেন বিষয়টি।

প্রতিবাদী কণ্ঠের শবনম ফারিয়া লিখেছেন, ‘এবার এক গন্ডার বড় ভাই এই আপার ছবিতে আমার মুখ এডিট করে বসিয়ে পোস্ট দিয়েছে। আমি বুঝলাম না, এই ভাইয়াদের আমাকে এতো খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেন? এতো কষ্ট করে এডিট করে!’

এ অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমি তো এমনেই স্লিভলেস পরে ছবি দেই। ওইগুলো যথেষ্ট অশালীন না লাগায় ওনাদের হতাশা দেখলে মাঝে মাঝে আমার মন চায়, এমন কয়েকটা ছবি তুলেই ফেলি। প্রমিজ করলাম, নেক্সট বিদেশ ঘুরতে গেলে আপনাদের এই এডিটিংয়ের কষ্ট কমায় দেয়ার আপ্রাণ চেষ্টা করব।’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here