30 C
Dhaka
Tuesday, April 29, 2025

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে শেখ হাসিনাসহ ১৮ জনের কাছে তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি

এবার বিডিআর হত্যাকাণ্ড তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১৮ জনের কাছ থেকে তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাধীন তদন্ত কমিশনের ওয়েবসাইট, ই-মেইল অথবা সরাসরি হাজির হয়ে দেয়া যাবে তথ্য।

অপরদিকে, সাক্ষ্য দিতে ডাকা হয়েছে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপস, শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এইচ এম গোলাম রেজা, ওয়ারেসাত হোসেন বেলাল, আনিসুল ইসলাম মাহমুদসহ ৮ সাবেক সংসদ সদস্যকে।

এছাড়াও র‍্যাবের সাবেক ডিজি হাসান মাহমুদ খন্দকার, সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের কাছ থেকেও তথ্য চেয়েছে কমিশন। আরও আছেন সাবেক ওয়ার্ড কমিশনার সুরাইয়া বেগম ও লিটন ওরফে লেদার লিটন।

এর আগে আরেক বিজ্ঞপ্তিতে, শেখ হাসিনাসহ যে ১৫ জনের কাছ থেকে তথ্য চাওয়া হয়, তাদের কয়েকজন এরই মধ্যে ইমেইলের মাধ্যমে তথ্য দিয়েছেন বলে জানিয়েছে কমিশন সূত্র।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular