28 C
Dhaka
Wednesday, April 30, 2025

মাসুদ সাঈদীর হাত ধরে জামায়াতে যোগ দিলেন ২৯ সনাতন ধর্মাবলম্বী

এবার জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র ও পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদীর হাত ধরে পিরোজপুরে হিন্দু সম্প্রদায়ের ২৯ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

গত শনিবার সকালে কেন্দ্রঘোষিত গণসংযোগ উপলক্ষে মাসুদ সাঈদী পিরোজপুর সদর উপজেলার হুলারহাট, পিটিআই, খালিশাখালী, রায়েরকাঠি ও মরিচাল এলাকায় জামায়াতে ইসলামীর পক্ষে গণসংযোগ করেন। এ সময় মাসুদ সাঈদীর আহ্বানে সনাতন ধর্মাবলম্বীসহ অসংখ্য মানুষ তার হাতে জামায়াতে ইসলামীতে যোগদানের সহযোগী সদস্য ফরম পূরণ করেন।

জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণকারী সনাতন ধর্মাবলম্বীরা হলেন- সদর উপজেলার কুণ্ড সাহা, বিশ্বজিৎ সাহা, জয় সাহা, সমিরণ দাস, উত্তম কুণ্ড, নিতাই কুণ্ড, অচিন কুণ্ড, সুনীল দাস, বানেশ্বর গ্রামের কৃষ্ণ রায়, কৃষ্ণ কুমার মাঝি, শিকারপুর এলাকার সুকান্ত মিস্ত্রী, কদমতলা এলাকার রতন কুমার শীল, পালপাড়া এলাকার নিতাই মণ্ডল, সুকুমার রায়, মনিন্দ্র লাল সাহা এবং রাজারহাট এলাকার জয়দেব মিত্র।

এছাড়া পিরোজপুরের ইন্দুরকানীতে আরো ১০ জন হিন্দু ধর্মাবলম্বী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গত সোমবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার পত্তাশী ইউনিয়নে দেশব্যাপী দাওয়াতি পক্ষ ও সহযোগী সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের উপজেলা আমির মাওলানা. আলী হোসেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular