এবার নড়াইলের লোহাগড়ায় ঈদের দিনে আকবর হোসেন শেখ (৭৭) নামের এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল সোমবার বিকেল সোয়া ৪টার দিকে আকবর হোসেনকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানান লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।
নিহত আকবর হোসেন পেশায় সেনাবাহিনীর সদস্য ছিলেন। তিনি উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, সোমবার বিকেল সোয়া ৪টার দিকে নিজ বাড়ি থেকে বের হলে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা আকবরকে কুপিয়ে জখম করে।
নিহতের ছেলে সোহেল রানা বলেন, ‘গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর তার বাবার মৃত্যু হয়।’
এদিকে লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, ‘ওই এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’