Home রাজনীতি দেশের মানুষ ভোটের জন্য মুখিয়ে আছে: দুলু

দেশের মানুষ ভোটের জন্য মুখিয়ে আছে: দুলু

0
4

এবার বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বাংলাদেশের মানুষ ভোটের জন্য মুখিয়ে আছে, সবাই এই ভোটের জন্য অপেক্ষা করছে। কোনো ষড়যন্ত্র কোনো চক্রান্ত আগামী পার্লামেন্ট নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন কোনো টালবাহানায় যেন ভোট পেছাতে না পারে। আমরা চাই একটা নির্বাচন।’

গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) বিকালে নাটোরের নলডাংগায় মির্জাপুরদীঘা আইডিয়াল কলেজ মাঠ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন। 
মির্জাপুরদীঘা বাজার কমিটির আয়োজন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নেওয়াজ, নাটোর জেলা বিএনপির সদস্য নাসিম খান, নাটোর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, মির্জাপুরদীঘা বাজার কমিটি ও নাটোর সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু রায়হান শাহ, সাধারণ সম্পাদক সামস মাহামুদ অভিসহ ৫ নং বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here