Friday, April 4, 2025
20.4 C
London

ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান পাঠাল যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা

এবার পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। এমনকি পরমাণু চুক্তি না করলে ইরানে হামলার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে গত বেশ কিছুদিন ধরে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধেও লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী।

এমন অবস্থায় মধ্যেই ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক পারমাণবিক বোমারু বিমান বি-২ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। এই অঞ্চলটি ইয়েমেন ও ইরানে হামলার জন্য বেশ কাছাকাছি অবস্থিত। বুধবার (২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তা সংস্থাটি বলছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং ইয়েমেন লাগাতার বোমা হামলার মধ্যে ভারত মহাসাগরীয় দ্বীপ ডিয়েগো গার্সিয়ার একটি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র বি-২ বোমারু বিমান মোতায়েন করেছে বলে বুধবার নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মধ্যপ্রাচ্যে পেন্টাগনের নৌ সম্পদ শক্তিশালী করার জন্য অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে।

রয়টার্স বলছে, পেন্টাগনের সংক্ষিপ্ত বিবৃতিতে নির্দিষ্ট বিমানের কোনও উল্লেখ করা হয়নি। তবে মার্কিন কর্মকর্তাদের মতে, কমপক্ষে চারটি বি-২ বোমারু বিমান ভারত মহাসাগরীয় দ্বীপ ডিয়েগো গার্সিয়ার একটি মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটিতে স্থানান্তরিত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কারা এই তথ্য জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘাঁটিটি ইয়েমেন বা ইরানে হামলার জন্য যথেষ্ট কাছাকাছি অবস্থিত।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেছেন, “যুক্তরাষ্ট্র এবং তার অংশীদাররা সেন্টকমের আঞ্চলিক নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অঞ্চলে সংঘাতকে আরও বিস্তৃত বা বাড়িয়ে তুলতে চাইছে এমন যেকোনও রাষ্ট্র বা অ-রাষ্ট্রীয় পক্ষের পদক্ষেপের প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।”

তিনি আরও বলেছেন, “প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ স্পষ্ট করেই বলছেন, যদি ইরান বা তার প্রক্সিরা এই অঞ্চলে আমেরিকান সেনা এবং স্বার্থকে হুমকির মুখে ফেলে, তাহলে যুক্তরাষ্ট্র আমাদের জনগণকে রক্ষা করার জন্য কঠোর পদক্ষেপ নেবে।” সেন্টকম বলতে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডকে বোঝায়, যা উত্তর-পূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং মধ্য ও দক্ষিণ এশিয়া জুড়ে বিস্তৃত একটি অঞ্চল নিয়ে গঠিত।

রয়টার্স বলছে, বি-২ বোমারু বিমানগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম এবং মার্কিন বিমান বাহিনীর কাছে মাত্র ২০টি এ জাতীয় বিমান থাকায় এগুলো সাধারণত খুব কম ব্যবহার করা হয়। গত বছরের অক্টোবরে বাইডেন প্রশাসন ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় এই বোমারু বিমানগুলো ব্যবহার করেছিল।

Hot this week

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান বাংলাদেশ

বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করতে...

দুর্নীতির বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা স্মারক স্বাক্ষর

এবার বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং থাইল্যান্ডের ন্যাশনাল...

শেখ হাসিনাকে ফেরত চাইলেন প্রধান উপদেষ্টা

এবার ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক...

‘থ্রি জিরো’র বিশ্ব গড়তে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

এবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ‘থ্রি...

বিএনপির কার্যালয়ে সাবেক স্বাস্থ্য উপমন্ত্রীর অস্ত্র প্রদর্শন ও হুমকি

এবার জামালপুর জেলা বিএনপির কার্যালয়ে ঢুকে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন...

Topics

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান বাংলাদেশ

বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করতে...

দুর্নীতির বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা স্মারক স্বাক্ষর

এবার বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং থাইল্যান্ডের ন্যাশনাল...

শেখ হাসিনাকে ফেরত চাইলেন প্রধান উপদেষ্টা

এবার ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক...

‘থ্রি জিরো’র বিশ্ব গড়তে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

এবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ‘থ্রি...

বিএনপির কার্যালয়ে সাবেক স্বাস্থ্য উপমন্ত্রীর অস্ত্র প্রদর্শন ও হুমকি

এবার জামালপুর জেলা বিএনপির কার্যালয়ে ঢুকে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন...

হলে-মেসে থাকা উপদেষ্টারা এখন ৫০ হাজার টাকার জুতা পরেন: বুলু

হলে-মেসে থাকা উপদেষ্টারা এখন ৫০ হাজার টাকার জুতা পরেন...

সংস্কার শেষে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই প্রধান লক্ষ্য: প্রধান উপদেষ্টা

এবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, যত দ্রুত...

সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছে গণ-অভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ শিশু মুসা

এবার জুলাই অভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ শিশু বাসিত খান মুসা...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img