Home জাতীয় সংবাদ ড. মুহাম্মদ ইউনূস-মোদি বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ: পররাষ্ট্র সচিব

ড. মুহাম্মদ ইউনূস-মোদি বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ: পররাষ্ট্র সচিব

0
5

এবার বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ— এমনটা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। বুধবার (২ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ বুধবার বিমসটেক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে বঙ্গোপসাগর অঞ্চলের ৭টি দেশ। প্রথম দিন সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের বৈঠক মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়।

এতে বাংলাদেশের পক্ষে যোগ দেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। সভা শুরুর আগে সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়।

আগামীকাল বৃহস্পতিবার এই সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমসটেকের সদস্য রাষ্ট্রগুলো হলো, বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here