রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের ধরতে অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) বিকেল ৪টার পর শুরু হওয়া অভিযানে তিনজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ফয়সাল নামে একজনের কাছ থেকে চাপাতি উদ্ধার করা হয়েছে। অপর একজনের নাম সেলিম বলে জানা গেছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, মাদক কারবারিদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে যৌথ অভিযান পরিচালনা করা হবে।
এর আগে দুপুরে মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে শাহ আলম (২০) নামে এক তরুণ নিহত হন।


























