সমকামিতা, ট্রান্সজেন্ডার, এলজিবিটিকিউ এবং পতিতাবৃত্তি—এই চারটি স্পর্শকাতর ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এনসিপি’র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। রবিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব বিষয়ে কড়া ভাষায় মত প্রকাশ করেন।
সারজিস আলম বলেন,
“নারীদের অধিকার রক্ষায় যৌক্তিক সব দাবির পক্ষে আমাদের সর্বাত্মক সমর্থন থাকবে। তবে সেই দাবির আড়ালে যদি সমকামিতা, ট্রান্সজেন্ডার বা এলজিবিটিকিউর মতো জঘন্য ও ধ্বংসাত্মক কালচার প্রমোট করার অপচেষ্টা হয়, তাহলে সেই জায়গায় আমরা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াব।”
তিনি এসব সামাজিক প্রবণতাকে অভিহিত করেন “মানসিক বিকারগ্রস্ততা ও মরণব্যাধি” হিসেবে এবং বলেন,
“এগুলো ধীরে ধীরে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। যারা এসব বিকৃতি লালন ও ছড়ানোর চেষ্টা করছেন, তাদের মানসিক চিকিৎসা প্রয়োজন।”
পতিতাবৃত্তি প্রসঙ্গে সারজিস আলম বলেন,
“পতিতাবৃত্তি কখনোই পেশা হতে পারে না। বরং যারা বাধ্য হয়ে বা প্রতারণার শিকার হয়ে এই পেশায় জড়িয়ে পড়েছেন, তাদের পুনর্বাসনে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা নিতে হবে।”
সারজিস আলমের এ বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ তার অবস্থানকে “রক্ষণশীল কিন্তু স্পষ্ট” বলে অভিহিত করছেন, আবার কেউ এটিকে “বিদ্বেষমূলক ও অমানবিক” বলেও সমালোচনা করছেন।
 
																			 
										 ডেস্ক রিপোর্টঃ
																ডেস্ক রিপোর্টঃ								 
























