ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ডিএমপির ৫০ থানায় ঘরে বসেই অনলাইনে জিডি সেবা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৬৪২ বার পড়া হয়েছে

পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানায় ঘরে বসেই অনলাইনে জেনারেল ডায়েরি (জিডি) করার সুযোগ চালু হয়েছে। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া বিভাগ জানায়, আগে কেবল হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি অনলাইনে করা যেত, এখন সব ধরনের জিডি ঘরে বসেই করা যাবে।

এই সেবা নিতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। একইভাবে gd.police.gov.bd ওয়েবসাইটেও নিবন্ধন করা যাবে। নিবন্ধনের পর “নতুন জিডি আবেদন” অপশনে গিয়ে ঘটনার বিবরণ, স্থান, তারিখ এবং প্রাসঙ্গিক তথ্য দিতে হবে। হারানো জিনিসের ক্ষেত্রে কোথায় ও কখন হারিয়েছে তা উল্লেখ করতে হবে, প্রয়োজনে ছবি বা নথি আপলোড করা যাবে। আবেদন জমা দেওয়ার পর পোর্টালে লগ ইন করে যেকোনো সময় জিডির সর্বশেষ অবস্থা জানা যাবে এবং তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা যাবে।

ডিএমপি জানিয়েছে, অনলাইন জিডির জন্য কোনো ফি লাগবে না। তবে হারানো জিনিস বা ঘটনার বিবরণ স্পষ্টভাবে দিতে হবে এবং যোগাযোগের জন্য সঠিক মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে। প্রতিষ্ঠানটি বলেছে, এই উদ্যোগের মাধ্যমে দ্রুততম সময়ে ও সহজ উপায়ে নগরবাসীর দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ

ডিএমপির ৫০ থানায় ঘরে বসেই অনলাইনে জিডি সেবা

আপডেট সময় ১২:০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানায় ঘরে বসেই অনলাইনে জেনারেল ডায়েরি (জিডি) করার সুযোগ চালু হয়েছে। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া বিভাগ জানায়, আগে কেবল হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি অনলাইনে করা যেত, এখন সব ধরনের জিডি ঘরে বসেই করা যাবে।

এই সেবা নিতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। একইভাবে gd.police.gov.bd ওয়েবসাইটেও নিবন্ধন করা যাবে। নিবন্ধনের পর “নতুন জিডি আবেদন” অপশনে গিয়ে ঘটনার বিবরণ, স্থান, তারিখ এবং প্রাসঙ্গিক তথ্য দিতে হবে। হারানো জিনিসের ক্ষেত্রে কোথায় ও কখন হারিয়েছে তা উল্লেখ করতে হবে, প্রয়োজনে ছবি বা নথি আপলোড করা যাবে। আবেদন জমা দেওয়ার পর পোর্টালে লগ ইন করে যেকোনো সময় জিডির সর্বশেষ অবস্থা জানা যাবে এবং তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা যাবে।

ডিএমপি জানিয়েছে, অনলাইন জিডির জন্য কোনো ফি লাগবে না। তবে হারানো জিনিস বা ঘটনার বিবরণ স্পষ্টভাবে দিতে হবে এবং যোগাযোগের জন্য সঠিক মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে। প্রতিষ্ঠানটি বলেছে, এই উদ্যোগের মাধ্যমে দ্রুততম সময়ে ও সহজ উপায়ে নগরবাসীর দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।