রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় ভূয়া পুলিশ সেজে ঘোরাফেরা করার সময় এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে সোনাপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত যুবকের নাম তুষার শেখ (২৩)। তিনি কুষ্টিয়ার খোকসা উপজেলার শেখপাড়ার মৃত জয়নাল শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তুষার নিজেকে পুলিশ পরিচয় দিয়ে সোনাপুর মোড়ে ঘোরাফেরা করছিলেন। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এক পর্যায়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে। পরে ধাওয়া খেয়ে তিনি কালুখালী সেনাক্যাম্পে আশ্রয় নেন।
সেনাবাহিনীর টহল টিম বিষয়টি সন্দেহজনক মনে করে তুষারকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে তাকে আইনি প্রক্রিয়ার জন্য কালুখালী থানায় হস্তান্তর করা হয়।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, “সেনাবাহিনী আমাদের কাছে ভূয়া পুলিশকে হস্তান্তর করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”