ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানকে দেশে আসার আহ্বান এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৩৪:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৩৭ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, বিএনপির নেতা তারেক রহমান দেশে আসেন না। আমরা চাই তিনি দেশে আসুক। বেগম খালেদা জিয়া দেশে নিরাপদেই আছেন, এ দেশের মানুষ তাকে বরণ করে নিয়েছে। যে দেশের মানুষ খালেদা জিয়াকে নিরাপত্তা দিয়েছে, তারা তারেক রহমানকেও নিরাপত্তা দিতে পারবে। দেশের মাটি-মানুষের ঘ্রাণ তারেক রহমানের দ্রুত নেওয়া দরকার। এটা দেশপ্রেমের বহিঃপ্রকাশ, কারণ দূর থেকে দেশের মানুষকে সহজে অনুভব করা যায় না।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে যমুনা টেলিভিশনের একটি টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপিকে বিরোধী মনে করে কি না—এমন প্রশ্নের জবাবে মাসউদ বলেন, “আমার মনে হয় না বিএনপির সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হয়েছে। আমরা বিএনপির কিছু কাজের সমালোচনা করি, জামায়াতেরও সমালোচনা করি। আমরা সব রাজনৈতিক দলের কাজের সমালোচনা করি, তারাও আমাদের করে। এটাকে বিরোধীতা বা আক্রমণ হিসেবে দেখলে বিষয়টা অসুন্দর হয়।”

তিনি আরও বলেন, “বিএনপি ১৯৭৯ সালে ক্যান্টনমেন্টে জন্ম নিতে পারে বা সরকারি সুবিধায় বেড়ে উঠতে পারে। তবে বেগম জিয়ার নেতৃত্বে এরশাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি গণমানুষের দলে পরিণত হয়েছে। ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত তার আপোষহীনতার কারণেই বিএনপি গণমানুষের আস্থা অর্জন করেছে। সে হিসেবে বিএনপিকে আমরা শ্রদ্ধা করি।”

বিএনপির নির্যাতিত নেতাকর্মীদের ভাই মনে করার কথা জানিয়ে মাসউদ বলেন, “বিএনপির সবাই এক নয়। যারা অত্যাচারী হয়ে উঠেছে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলি। যেসব কারণে আমরা আওয়ামী লীগের বিরোধীতা করেছি, যদি আমরাও সেই ভুল করি, তাহলে আমাদের বিরুদ্ধেও বলা হবে—এটাই স্বাভাবিক।”

জনপ্রিয় সংবাদ

ইসলামী আন্দোলন: পিআর পদ্ধতির নির্বাচন না হলে রাজপথে নামতে হবে

তারেক রহমানকে দেশে আসার আহ্বান এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের

আপডেট সময় ০৩:৩৪:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, বিএনপির নেতা তারেক রহমান দেশে আসেন না। আমরা চাই তিনি দেশে আসুক। বেগম খালেদা জিয়া দেশে নিরাপদেই আছেন, এ দেশের মানুষ তাকে বরণ করে নিয়েছে। যে দেশের মানুষ খালেদা জিয়াকে নিরাপত্তা দিয়েছে, তারা তারেক রহমানকেও নিরাপত্তা দিতে পারবে। দেশের মাটি-মানুষের ঘ্রাণ তারেক রহমানের দ্রুত নেওয়া দরকার। এটা দেশপ্রেমের বহিঃপ্রকাশ, কারণ দূর থেকে দেশের মানুষকে সহজে অনুভব করা যায় না।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে যমুনা টেলিভিশনের একটি টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপিকে বিরোধী মনে করে কি না—এমন প্রশ্নের জবাবে মাসউদ বলেন, “আমার মনে হয় না বিএনপির সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হয়েছে। আমরা বিএনপির কিছু কাজের সমালোচনা করি, জামায়াতেরও সমালোচনা করি। আমরা সব রাজনৈতিক দলের কাজের সমালোচনা করি, তারাও আমাদের করে। এটাকে বিরোধীতা বা আক্রমণ হিসেবে দেখলে বিষয়টা অসুন্দর হয়।”

তিনি আরও বলেন, “বিএনপি ১৯৭৯ সালে ক্যান্টনমেন্টে জন্ম নিতে পারে বা সরকারি সুবিধায় বেড়ে উঠতে পারে। তবে বেগম জিয়ার নেতৃত্বে এরশাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি গণমানুষের দলে পরিণত হয়েছে। ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত তার আপোষহীনতার কারণেই বিএনপি গণমানুষের আস্থা অর্জন করেছে। সে হিসেবে বিএনপিকে আমরা শ্রদ্ধা করি।”

বিএনপির নির্যাতিত নেতাকর্মীদের ভাই মনে করার কথা জানিয়ে মাসউদ বলেন, “বিএনপির সবাই এক নয়। যারা অত্যাচারী হয়ে উঠেছে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলি। যেসব কারণে আমরা আওয়ামী লীগের বিরোধীতা করেছি, যদি আমরাও সেই ভুল করি, তাহলে আমাদের বিরুদ্ধেও বলা হবে—এটাই স্বাভাবিক।”