ফেনীর পরশুরামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পরশুরাম স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন নেতাকর্মী আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পরশুরাম স্টেশন রোডে জমায়েত হতে থাকেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।
সংঘর্ষের সূত্রপাত হয় পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের অনুসারীদের মধ্যে মঞ্চের সামনে বসা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে। এতে মো. ইসমাইল, মো. তাজুল ইসলাম, জালাল উদ্দিন টুটুল, মো. সোহেল, মৃধুল, তৌহিদ, পাপ্পু ও মো. হোসেনসহ অন্তত ১২ জন আহত হন।
আহতদের মধ্যে মো. ইসমাইল ও মো. তাজুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
আবদুল হালিম মানিক জানান, হামলায় তাদের ৭-৮ জন নেতাকর্মী আহত হয়েছেন। চিথলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল ও তার ছেলে গুরুতর আহত হয়ে বর্তমানে ফেনীতে চিকিৎসাধীন। তিনি আশা প্রকাশ করেন, রফিকুল আলম মজনু দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
অন্যদিকে, আবু তালেব বলেন, মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং এখানে কোনো দলীয় গ্রুপিং নেই।
পরশুরাম মডেল থানা পুলিশের পরিদর্শক মাকসুদ আহমেদ জানান, পুলিশ শুরু থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতরা লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।