- নোয়াখালী জেলা প্রতিনিধি :
-
নোয়াখালীর চাটখিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে চাটখিল আলিয়া মাদ্রাসা মাঠ থেকে একটি বিশাল আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আনিতাশ ফিলিং স্টেশনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের নির্দেশে।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট আবু হানিফ সভাপতিত্ব করেন এবং পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আহসানুল হক মাসুদ সঞ্চালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুর রহমান।
এছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক টপি, এডভোকেট শাহাদাত হোসেন, সাবেক মেয়র মোস্তফা কামাল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া ও আনিছ আহমেদ হানিফ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী ভুট্টো, মিজানুর রহমান, শাহজাহান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন বাহার, এডভোকেট দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক সুলতান বাবর, যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন ফিরোজ, সাইফুল আজম জগলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন লন্টু, উপজেলা ছাত্রদলের নেতা ইঞ্জিনিয়ার ফারুক হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
চাটখিলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা
-
ডেস্ক রিপোর্টঃ
- আপডেট সময় ১২:৪১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- ৫২৭ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ