এবার ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরতায় উদ্বিগ্ন বিশ্বের মানবিক মানুষরা। ইসরায়েলের বর্বরতায় ফিলিস্তিনের নিরীহ মানুষদের মৃত্যুতে হতবাক সবাই। গাজা শহরের হামলা চালানোয় পাখির মতো মানুষ মরছে।
গাজার এমন করুণ পরিস্থিতিতে সবাই উদ্বেগ প্রকাশ করলেও বিশ্ব মানবতার দেখা নেই। গাজাবাসীর পাশে কাউকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না। তবে ফিলিস্তিনের এ অবস্থা বাংলাদেশি শোবিজ তারকাদের হৃদয় ছুঁয়ে গেছে। তাদেরই একজন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।
সোমবার (৭ এপ্রিল) দুপুর দুইটার সময় ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এক পোস্টে গাজাবাসী নিয়ে নিজের মতামত জানিয়েছেন ওমর সানী। এ অভিনেতা লিখেছেন, ‘হে আল্লাহ, আপনার সাহায্যের ভীষণ প্রয়োজন, আবার আবাবিল পাখি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।’
তার এই পোস্ট সঙ্গে সঙ্গে নজর কেড়েছে নেটিজেন ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। মন্তব্যের ঘরে সহমত পোষণ করে গাজাবাসীর এমন কঠিন পরিস্থিতিতে সবাইকে প্রার্থনার কথাও লিখেছেন কেউ কেউ। আবার অনেকেই নায়কের এই পোস্ট শেয়ার করছেন।
এদিকে গাজাবাসী নিয়ে এর আগে ঢালিউড সুপারস্টার শাকিব খান, চিত্রনায়ক সিয়াম আহমেদ, অভিনেতা ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা জয়া আহসানসহ আরও অনেকেই তাদের মন খারাপের কথা জানিয়েছেন।