ঢাকা ১২:১২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হিলি ও মংলা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত ও বগুড়ার মংলা সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কুপিজেসিক ইনজেকশন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইনজেকশনের বাজারমূল্য আনুমানিক ৬ লাখ ৯১ হাজার ৫৫০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে হিলিসিপি বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত গেইট থেকে প্রায় ৫০ গজ ভেতরে ওৎ পেতে থাকে। রাত আনুমানিক ২০:০০ ঘটিকায় ভারতীয় সীমান্ত থেকে এক চোরাকারবারীকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহলদল। এসময় বিজিবির চ্যালেঞ্জে চোরাকারবারী একটি বস্তা পানিতে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত বস্তা তল্লাশি করে ছোট ছোট পলিথিন মোড়ানো অবস্থায় ভারতীয় কুপিজেসিক ইনজেকশন ২ হাজার ৯৪০ পিস পাওয়া যায়।

একইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মংলা বিশেষ ক্যাম্পের একটি টহলদল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মংলাপাড়া গ্রামের মাঠ এলাকায় অভিযান চালায়। এসময় এক চোরাকারবারীকে দেখে বিজিবি চ্যালেঞ্জ করলে সে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত বস্তায় পাওয়া যায় ভারতীয় কুপিজেসিক ইনজেকশন ১ হাজার ৪৭৫ পিস।

বিজিবি জানায়, উদ্ধারকৃত ইনজেকশনের মোট বাজারমূল্য প্রায় ৬ লাখ ৯১ হাজার ৫৫০ টাকা। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্তে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে মাদকের ভয়াবহ ক্ষতি সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও মানবপাচার রোধে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

জনপ্রিয় সংবাদ

হিলি ও মংলা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক

আপডেট সময় ০৪:০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত ও বগুড়ার মংলা সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কুপিজেসিক ইনজেকশন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইনজেকশনের বাজারমূল্য আনুমানিক ৬ লাখ ৯১ হাজার ৫৫০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে হিলিসিপি বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত গেইট থেকে প্রায় ৫০ গজ ভেতরে ওৎ পেতে থাকে। রাত আনুমানিক ২০:০০ ঘটিকায় ভারতীয় সীমান্ত থেকে এক চোরাকারবারীকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহলদল। এসময় বিজিবির চ্যালেঞ্জে চোরাকারবারী একটি বস্তা পানিতে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত বস্তা তল্লাশি করে ছোট ছোট পলিথিন মোড়ানো অবস্থায় ভারতীয় কুপিজেসিক ইনজেকশন ২ হাজার ৯৪০ পিস পাওয়া যায়।

একইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মংলা বিশেষ ক্যাম্পের একটি টহলদল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মংলাপাড়া গ্রামের মাঠ এলাকায় অভিযান চালায়। এসময় এক চোরাকারবারীকে দেখে বিজিবি চ্যালেঞ্জ করলে সে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত বস্তায় পাওয়া যায় ভারতীয় কুপিজেসিক ইনজেকশন ১ হাজার ৪৭৫ পিস।

বিজিবি জানায়, উদ্ধারকৃত ইনজেকশনের মোট বাজারমূল্য প্রায় ৬ লাখ ৯১ হাজার ৫৫০ টাকা। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্তে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে মাদকের ভয়াবহ ক্ষতি সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও মানবপাচার রোধে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে বিজিবি।